কালাদান চ্যুতি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

(Added Ennglish article link)
 
(কোনও পার্থক্য নেই)

১৯:৩৬, ৪ মে ২০১৪ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

কালাদান চ্যুতি (Kaladan Fault)  মিজোরাম-চট্টগ্রাম-ত্রিপুরা বলিত বলয়ের পূর্ব সীমানা নির্দেশ করে এবং এটি সমগ্র বলিত বলয় অঞ্চলের টেকটোনিক কাঠামো (ভূ-গাঠনিক রূপরেখা) বিবর্তনের গুরুত্বপূর্ণ যোগসূত্র। চ্যুতিটি আরাকান উপকূলের কালাদান নদী বরাবর উত্তর-পূর্ব থেকে দক্ষিণ-পশ্চিম অভিমুখী। এটি ২০°৩০´ উত্তর থেকে ২২°২০´ উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত এবং মোট ২৭০ কিমি দূরত্ব পর্যন্ত প্রসারিত। এ লন্বা চ্যুতিটি উপগ্রহ প্রতিচ্ছবিতেও দৃষ্টিগোচর হয়। চ্যুতির প্রকৃতি ও নকশা বিবেচনা করে এটিকে ডেক্সট্রাল ট্রান্সফর্ম চ্যুতিও বলা হয়।  [এ.এস.এম উবাইদউল্লাহ]

মানচিত্রের জন্য দেখুন ভূ-গাঠনিক রূপরেখা