রংপুর জেলা
রংপুর জেলা (রংপুর বিভাগ) আয়তন: ২৪০০.৫৬ বর্গ কিমি। অবস্থান: ২৫°১৮´ থেকে ২৫°৫৭´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°৫৬´ থেকে ৮৯°৩২´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে নীলফামারী ও লালমনিরহাট জেলা, দক্ষিণে গাইবান্ধা জেলা, পূর্বে কুড়িগ্রাম জেলা, পশ্চিমে দিনাজপুর জেলা।
জনসংখ্যা ২৮৮১০৮৬; পুরুষ ১৪৪৩৮১৬, মহিলা ১৪৩৭২৭০। মুসলিম ২৬০৪২৬৩, হিন্দু ২৫৮৬৮৪, বৌদ্ধ ১৮৬৩, খ্রিস্টান ৬৫৯৪ এবং অন্যান্য ৯৬৮২। এ জেলায় সাঁওতাল, ওরাওঁ, মুন্ডা প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে।
জলাশয় প্রধান নদী: তিস্তা, যমুনেশ্বরী, ঘাঘট, করতোয়া, চিকলি ও অাঁখিরা।
প্রশাসন রংপুর জেলা গঠিত হয় ১ ফেব্রুয়ারি ১৯৮৪ সালে।
জেলা | |||||||||
আয়তন (বর্গ কিমি) | উপজেলা | পৌরসভা | ইউনিয়ন | মৌজা | গ্রাম | জনসংখ্যা | ঘনত্ব (প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) | |
শহর | গ্রাম | ||||||||
২৪০০.৫৬ | ৮ | ৩ | ৮৩ | ১১৯৭ | ১৪৯২ | ৪৪২৭১৩ | ২৪৩৮৩৭৩ | ১২০০ | ৪৮.৫ |
জেলার অন্যান্য তথ্য | |||||||||
উপজেলার নাম | আয়তন (বর্গ কিমি) | পৌরসভা | ইউনিয়ন | মৌজা | গ্রাম | জনসংখ্যা | ঘনত্ব (প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) | |
কাউনিয়া | ১৪৭.৬৪ | ১ | ৬ | ৭৫ | ৭৮ | ২২৭৮০৫ | ১৫৪৩ | ৪১.৯ | |
গঙ্গাচড়া | ২৬৯.৬৭ | - | ১০ | ৯৩ | ১২৮ | ২৯৭৮৬৯ | ১১০৫ | ৪৩.২ | |
তারাগঞ্জ | ১২৮.৬৫ | - | ৫ | ৪০ | ৪১ | ১৪২৫১২ | ১১০৮ | ৪৩.৮ | |
পীরগঞ্জ | ৪১১.৩৪ | - | ১৫ | ৩০৮ | ৩৩২ | ৩৮৫৪৯৯ | ৯৩৭ | ৪৫.৪ | |
পীরগাছা | ২৬৬.৮৪ | - | ৯ | ১৭০ | ১৭০ | ৩১৩৩১৯ | ১১৭৪ | ৪৪.৬ | |
বদরগঞ্জ | ৩০১.২৮ | ১ | ১০ | ৬৩ | ১২০ | ২৮৭৭৪৬ | ৯৫৫ | ৪৩.০ | |
মিঠাপুকুর | ৫১৫.৬২ | - | ১৭ | ৩০৯ | ৩১৫ | ৫০৮১৩৩ | ৯৮৫ | ৪৬.০ | |
রংপুর সদর | ৩৫৯.৪৮ | ১ | ১১ | ১৩৯ | ৩০৮ | ৭১৮২০৩ | ১৯৯৮ | ৬১.০ |
সূত্র আদমশুমারি রিপোর্ট ২০১১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
মুক্তিযুদ্ধ ১৯৭১ সালের ২৮ শে মার্চ রংপুর জেলার অনেক গ্রামবাসী লাঠি, বল্লম, তীর ধনুক দিয়ে সেনানিবাস অবরোধ করে। সে সময় সেনানিবাসের ২৯ ক্যাভালরী রেজিমেন্ট মেশিন গানের গুলিতে প্রায় ৫/৬ শত নিরীহ লোককে হত্যা করে। রংপুর জেলার ১০টি স্থানে (দহিগঞ্জ শ্মশান, ঘাঘট নদীর পূর্বতীর, বালার দীঘি (ক্যান্টনমেন্ট সংলগ্ন), ঘাঘট নদীর ব্রিজের নীচে, বদরগঞ্জ সড়ক সংলগ্ন লাহিড়ীর হাট, মিঠাপুকুর উপজেলার দমদমা ব্রিজ সংলগ্ন এলাকা, সাহেবগঞ্জ, নব্দীগঞ্জ, বদরগঞ্জ উপজেলার ঝাড়–য়ার বিল এবং দমদমা বাজারের ঝিনুক সিনেমা হলের পেছনে বধ্যভূমি রয়েছে এবং ৪টি স্থানে (দমদমা ব্রিজ, দমদমা বাজার, আংরার ব্রিজ এবং মাদারগঞ্জ বাজারে) গণকবর রয়েছে; ‘অর্জন’ নামে ১টি ভাস্কর্য নির্মিত হয়েছে।
শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৪৮.৫%; পুরুষ ৫১.২%, মহিলা ৪৫.৯%। বিশ্ববিদ্যালয় ১, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ১, কলেজ ৬৫, মেডিক্যাল কলেজ ১, টিচার্স ট্রেনিং কলেজ ২, ক্যাডেট কলেজ ১, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ১, ভোকেশনাল ইনস্টিটিউট ১, আইন কলেজ ১, হোমিওপ্যাথ কলেজ ১, মাধ্যমিক বিদ্যালয় ৩২০, প্রাথমিক বিদ্যালয় ১১৬৬, কমিউনিটি স্কুল ২০, কিন্ডার গার্টেন ২৫, স্যাটেলাইট স্কুল ৪৪, সংগীত বিদ্যালয় ১, এনজিও স্কুল ১৯৩, মাদ্রাসা ৩৭০। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (২০০৮), রংপুর কারমাইকেল কলেজ (১৯১৬), সরকারি বেগম রোকেয়া মহিলা কলেজ (১৯৬৪), রংপুর মেডিক্যাল কলেজ (১৯৬৬), শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় (১৮৫৮), রংপুর ক্যাডেট কলেজ (১৯৭৭), রংপুর জিলা স্কুল (১৮৩২), রংপুর সরকারি বালিকা বিদ্যালয় (১৮৭৬), কৈলাশরঞ্জন হাইস্কুল (১৯১৩)।
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৬২.৯৯%, অকৃষি শ্রমিক ৪.৬৬%, শিল্প ১.১১%, ব্যবসা ১৩.২৮%, পরিবহণ ও যোগাযোগ ৩.৯%, নির্মাণ ১.১৮%, ধর্মীয় সেবা ০.২%, চাকরি ৬.৩২%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.২% এবং অন্যান্য ৬.১৬%।
পত্র-পত্রিকা ও সাময়িকী দৈনিক: দাবানল (১৯৮০), যুগের আলো (১৯৯২), রংপুর (১৯৯৭), পরিবেশ (১৯৯৪), আখিরা, অর্জন; সাপ্তাহিক: অটল (১৯৯৯), সাপ্তাহিক রংপুর (১৯৯৬), রংপুর বার্তা (১৯৯৬), বজ্রকণ্ঠ (পীরগঞ্জ); অবলুপ্ত: রঙ্গপুর বার্তাবহ (১৮৪৭), রঙ্গপুর দর্পণ (১৯০৭), রঙ্গপুর সাহিত্য পরিষদ পত্রিকা (১৯০৫), রঙ্গপুর দিক প্রকাশ (১৮৬১), উত্তর বাংলা (১৯৬০), প্রভাতী (১৯৫৫)।
লোকসংস্কৃতি পালাগান, যোগীর গান, উপাখ্যান, ছোকরা নাচানী গান, গাছের বিয়ের গীত, ব্যাঙ বিয়ের গীত, গোয়ালীর গান, হুদুমার গীত, পুঁথিপাঠ, পালাগান, লালন গীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালী, হাসন রাজার গান, আববাসউদ্দিনের গান, মুর্শিদি, মারফতি, দেহতত্ত্ব, মন্দিরে হরিসভা, ছড়া, কথা, প্রবাদ, প্রবচন।
দর্শনীয় স্থান তাজহাট জমিদার বাড়ী (রংপুর সদর), পীরগাছা জমিদার বাড়ী, ফণীভূষণ মজুমদারের জমিদার বাড়ি, পায়রা চত্তর, ভাঙ্গনি মসজিদ, মিঠাপুকুর মসজিদ, চন্ডীপুর মসজিদ, কেরামতিয়া তিন গম্বুজ মসজিদ (রংপুর), ত্রিবিগ্রহ মন্দির, ভিন্ন জগৎ বিনোদন পার্ক, শাহ ইসমাইল গাজীর (রহ.) দরগাহ (কাটাদুয়ার), পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র (মিঠাপুকুর)। [আবদুস সাত্তার]
আরো দেখুন সংশ্লিষ্ট উপজেলা।
তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১ ও ২০১১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; রংপুর জেলা সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭; রংপুর জেলার উপজেলাসমূহের সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭।