রংপুর বিভাগ

রংপুর বিভাগ  আয়তন: ১৬১৮৫.০১ বর্গ কিমি। অবস্থান: ২৫°২০´ থেকে ২৬°৩৭´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°৫০´ থেকে ৮৯°৫৩´ পূর্ব দ্রাঘিমাংশ।। সীমানা: উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, দক্ষিণে জয়পুরহাট, বগুড়া ও জামালপুর জেলা, পূর্বে ভারতের আসাম রাজ্য, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য।

জনসংখ্যা ১৫৭৮৭৭৫৮; পুরুষ ৭৮৮১৮২৪, মহিলা ৭৯০৫৯৩৪। মুসলিম ১৩৫৮২০৬৭, হিন্দু ২০৮৬১৪৮, বৌদ্ধ ২৭৭৬, খ্রিস্টান ৫৯২৪৫ এবং অন্যান্য ৫৭৫২২।

জলাশয় প্রধান নদ-নদী: ব্রহ্মপুত্র, যমুনা, পুনর্ভবা, আত্রাই, তিস্তা, করতোয়া, মহানন্দা উল্লেখযোগ্য। এ বিভাগের হাতীবান্ধা উপজেলায় দোয়ানী নামক স্থানে তিস্তা নদীর ওপরে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প ‘তিস্তা ব্যারেজ’ অবস্থিত। এর দৈর্ঘ্য ৬১৫ মিটার।

প্রশাসন রংপুর বিভাগ গঠিত হয় ২৫ জানুয়ারী ২০১০ সালে। ৮টি জেলা ও ৫৮টি উপজেলা নিয়ে রংপুর বিভাগ ঘোষণা করা হয়।

বিভাগ
আয়তন (বর্গ কিমি) জেলা উপজেলা পৌরসভা ওয়ার্ড ইউনিয়ন জনসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
শহর গ্রাম
১৬১৮৫.০১ ৫৮ ২৮ ৫৩৭ ২৭০ ২১০৯০৭১ ১৩৬৭৮৬৮৭ ৯৭৫ ৪৭.২
অন্যান্য তথ্য
জেলার নাম আয়তন (বর্গ কিমি) উপজেলা পৌরসভা ওয়ার্ড মহল্লা ইউনিয়ন মৌজা গ্রাম জনসংখ্যা ঘনত্ব(প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
কুড়িগ্রাম ২২৪৫.০৪ ২৭ ২০৩ ৭২ ৬০০ ১৮৭২ ২০৬৯২৭৩ ৯২২ ৪২.৫
গাইবান্ধা ২১১৪.৭৭ ২৭ ৭৪ ৮২ ১০৮২ ১২৫০ ২৩৭৯২৫৫ ১১২৫ ৪২.৮
ঠাকুরগাঁ ১৭৮১.৭৪ ৩০ ৫৯ ৫১ ৬৩৮ ৬৪১ ১৩৯০০৪২ ৭৮০ ৪৮.৭
দিনাজপুর ৩৪৪৪.৩০ ১৩ ৭৫ ২৭৬ ১০১ ১৯৭৪ ২১৩১ ২৯৯০১২৮ ৮৬৮ ৫২.৪
নীলফামারী ১৫৪৬.৫৯ ৪২ ৮২ ৬০ ৩৫৫ ৩৬১ ১৮৩৪২৩১ ১১৮৬ ৪৪.৪
পঞ্চগড় ১৪০৪.৬২ ১৮ ৬৪ ৪৩ ৪২০ ৮২৫ ৯৮৭৬৪৪ ৭০৩ ৫১.৮
রংপুর ২৪০০.৫৬ ৩৩ ১৯৭ ৮৩ ১১৯৭ ১৪৯২ ২৮৮১০৮৬ ১২০০ ৪৮.৫
লালমনিরহাট ১২৪৭.৩৭ ১৮ ৮৭ ৪৫ ৩৪৫ ৪৭৮ ১২৫৬০৯৯ ১০০৭ ৪৬.১

সূত্র আদমশুমারি রিপোর্ট ২০১১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

ধর্মীয় প্রতিষ্ঠান  মসজিদ ১৭৯৭৯, মন্দির ২৮৬৯, গির্জা ৬০, বৌদ্ধ বিহার ৩৫, প্যাগোডা ২৪।

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৪৭.২%; পুরুষ ৫০.৬%, মহিলা ৪৩.৮%। বিশ্ববিদ্যালয় ২, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ১, কলেজ ৩৮২, ভ্যাটেরিনারী কলেজ ১, কারিগরি কলেজ ১২, টেক্সটাইল ইনস্টিটিউট ১, বি এড কলেজ ১, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ১, ভোকেশনাল টেকা্রটাইল  ইনস্টিটিউট ১, যুব প্রশিক্ষণ কেন্দ্র ২, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান (পিটিআই) ১, কৃষি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ১, পশু সম্পদ প্রশিক্ষণ প্রতিষ্ঠান ১, বেসরকারি বিপিএড কলেজ ১, বেসরকারি বিএড কলেজ ১, বেসরকারি আইন কলেজ ১, বেসরকারি হোমিও কলেজ ১, যুব উন্নয়ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান ১, মাধ্যমিক বিদ্যালয় ১৮৩৬, প্রাথমিক বিদ্যালয় ৫৬০৯, কমিউনিটি বিদ্যালয় ১৩১, কিন্ডার গার্টেন ২৫০০, ব্র্যাক স্কুল ২৯, মাদ্রাসা ১৬৪৯। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: হাজী মুহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (২০০২), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (২০০৮), রংপুর মেডিক্যাল কলেজ (১৯৬৬), রংপুর কারমাইকেল কলেজ (১৯১৬), সরকারী বেগম রোকেয়া মহিলা কলেজ (১৯৬৪), শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় (১৮৫৮), রংপুর ক্যাডেট কলেজ (১৯৭৭), রংপুর জিলা স্কুল (১৮৩২), দিনাজপুর জিলা স্কুল (১৮৫৪), দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (১৮৬৯), রংপুর সরকারী বালিকা বিদ্যালয় (১৮৭৬), নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় (১৮৮২), গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় (১৮৮৫), কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় (১৮৯৫), সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (১৯০৪), ঠাকুরগাঁও জেলা স্কুল (১৯০৪), ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় (১৯০৪), লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় (১৯২১), কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় (১৯২৮)।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি  ৬৮.৫০%, অকৃষি শ্রমিক ৩.৮৮%, শিল্প ০.৬৯%, ব্যবসা ১১.২০%, পরিবহণ ও যোগাযোগ ৩.২৩%, চাকরি ৩.৯৬%, নির্মাণ ২.১৪%, ধর্মীয় সেবা ০.৭০%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.১৯% এবং অন্যান্য ৫.৫১%।

স্বাস্থ্যকেন্দ্র হাসপাতাল ১১, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩৭, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ১৯৮, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ১৫৮, ক্লিনিক ৯০, উপস্বাস্থ্য কেন্দ্র ৭৫।  [রাজীব মন্ডল]

তথ্যসূত্র  আদমশুমারি রিপোর্ট ২০০১ ও ২০১১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।