শূদ্র
NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ০৫:০৩, ৫ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)
শূদ্র হিন্দুদের চতুর্বর্ণের শেষ বর্ণ। বেদে আছে, প্রজাপতির পাদদ্বয় হতে শূদ্রের উৎপত্তি। ব্রাহ্মণাদি উচ্চ বর্ণের পরিচর্যা করা তাদের কর্তব্য। বাংলাদেশে হিন্দুদের মধ্যে এদের সংখ্যাই অধিক। কামার, ছুতার, চিত্রকর, বারোই, নাপিত, ডোম, যুগী, কাপালী, তাঁতি, বাগদি, চন্ডাল প্রভৃতি বৃত্তি ও শ্রমজীবী মানুষ শূদ্র শ্রেণিভুক্ত। অতীতে এদের অধিকাংশই কৃষিকাজ ও অন্যান্য গার্হস্থ্য পেশায় নিয়োজিত থাকত; কিন্তু বর্তমানে শিক্ষা-দীক্ষা, চাকরি, ব্যবসা-বাণিজ্য, খেলা-ধুলা ইত্যাদি বিষয়ে এ সম্প্রদায়ের লোকজন উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। [হীরালাল বালা]
আরও দেখুন বর্ণপ্রথা।