হোসেন, সুফী মোতাহার

Mukbil (আলোচনা | অবদান) কর্তৃক ১২:০৯, ২৪ মার্চ ২০১৫ তারিখে সংশোধিত সংস্করণ
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

হোসেন, সুফী মোতাহার (১৯০৭-১৯৭৫)  কবি। ১৯০৭ সালের ১১ সেপ্টেম্বর  ফরিদপুর জেলার ভবানন্দপুর গ্রামে তাঁর জন্ম। পিতা মোহাম্মদ হাশেম পুলিশ বিভাগে চাকরি করতেন। মোতাহার হোসেন ফরিদপুর জেলা স্কুল থেকে এন্ট্রান্স,  জগন্নাথ কলেজ থেকে এফ.এ ও  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ (১৯৩১) পাস করে ফরিদপুর জজকোর্টে চাকরি করেন। দীর্ঘ রোগভোগে স্বাস্থ্যভঙ্গের কারণে তিনি চাকরি ছেড়ে ফরিদপুর ঈশান ইনস্টিটিউটে শিক্ষকতা করেন।

কাজী নজরুল ইসলামের সঙ্গে পরিচয় ও যোগাযোগসূত্রে মোতাহার হোসেন সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ হন এবং পাশ্চাত্য আদর্শে সনেট রচনা করে খ্যাতি অর্জন করেন। বাংলা কাব্য পরিচয় পাঠ্যপুস্তকে তাঁর ‘দিগন্ত’ নামক সনেট স্থান পায়। সনেট সংকলন (১৯৬৫) তাঁর প্রথম কাব্য; পরে সনেট সঞ্চয়ন (১৯৬৬) ও সনেটমালা (১৯৭০) প্রকাশিত হয়। প্রেম ও প্রকৃতি তাঁর সনেটের মূল প্রতিপাদ্য বিষয়। তিনি ১৯৬৫ সালে ‘আদমজী পুরস্কার’, ১৯৭০ সালে ‘প্রেসিডেন্ট পুরস্কার’ এবং ১৯৭৪ সালে ‘বাংলা একাডেমী পুরস্কার’ লাভ করেন। ১৯৭৫ সালের ৭ আগস্ট ঢাকায় তাঁর মৃত্যু হয়। [মোহাম্মদ আবদুল আউয়াল]