হাজারীবাগ থানা

হাজারীবাগ থানা (ঢাকা মেট্রোপলিটন)  আয়তন: ৩.৯৪ বর্গ কিমি। অবস্থান: ২৩°৪৩´ থেকে ২৩°৪৪´ উত্তর অক্ষাংশ এবং ৯০°২০´ থেকে ৯০°২২´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে মোহাম্মদপুর থানা, দক্ষিণে কামরাঙ্গীরচর থানা, পূর্বে মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউমার্কেট ও লালবাগ থানা, পশ্চিমে কেরানীগঞ্জ উপজেলা।

জনসংখ্যা ১০৩৪৮২; পুরুষ ৫৭০৪৪, মহিলা ৪৬৪৩৮। মুসলিম ৯৭৫০৮, হিন্দু ৫৮০৯, বৌদ্ধ ৯৫, খ্রিস্টান ৫৯ এবং অন্যান্য ১১।

জলাশয় বুড়িগঙ্গা নদী।

প্রশাসন ১৯৯৮ সালে মোহম্মদপুর, ধানমন্ডি ও লালবাগ থানার কিছু অংশ নিয়ে হাজারীবাগ থানা গঠিত হয়।

থানা
ওয়ার্ড ও ইউনিয়ন মহল্লা জনসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
শহর গ্রাম শহর গ্রাম
১+২ (আংশিক) ২৪ ১০৩৪৮২ - ২৬২৬৫ ৬৪.৪০ -
ওয়ার্ড ও ইউনিয়ন
ওয়ার্ড নম্বর ও ইউনিয়ন আয়তন (বর্গ কিমি) লোকসংখ্যা শিক্ষার হার (%)
পুরুষ মহিলা
ওয়ার্ড  নং ৪৬ (আংশিক) ০.৫৭ ৪৩৭৩ ৩২৫৪ ৬২.৯০
ওয়ার্ড  নং ৪৮ (আংশিক) ১.৯৪ ১৪১০৪ ১১১৯০ ৬৪.৯৭
ওয়ার্ড  নং ৫৮ ১.৪৩ ৩৮৫৬৭ ৩১৯৯৪ ৬৫.৩৫

সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

ধর্মীয় প্রতিষ্ঠান  মসজিদ ২১, মন্দির ৫।

শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার হার গড় হার ৬৪.৪%; পুরুষ ৬৮.৪২%, মহিলা ৫৯.০৬%। মাধ্যমিক বিদ্যালয় ৬, প্রাথমিক বিদ্যালয় ১০, মাদ্রাসা ৩। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: লেদার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শিকদার গার্লস স্কুল এন্ড কলেজ, সালেহা স্কুল এন্ড কলেজ, হাজারীবাগ বালিকা উচ্চ বিদ্যালয়, ইউসেপ হাইস্কুল।

সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি, ক্লাব, কমিউনিটি সেন্টার, শরীরচর্চা কেন্দ্র, খেলার মাঠ।

বিনোদন কেন্দ্র হাজারীবাগ শিশুপার্ক।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ০.৯৬%, অকৃষি শ্রমিক ১.২%, শিল্প ২.৭৭%, ব্যবসা ২৬.৭৩%, পরিবহণ ও যোগাযোগ ৯%, নির্মাণ ৩.২%, ধর্মীয় সেবা ০.১১%, চাকরি ৩৬.৯১%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ৩.৬% এবং  অন্যান্য ১৫.৫২।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৪২%, ভূমিহীন ৫৮%।

প্রধান কৃষি ফসল ধান, মরিচ, শাকসবজি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি  পাট, আখ, ডাল।

প্রধান ফল-ফলাদি আম, কাঁঠাল, নারিকেল, পেয়ারা, পেঁপে।

যোগাযোগ বিশেষত্ব মোট সড়ক ২৩.৬১ কিমি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, গরু ও ঘোড়ার গাড়ি।

শিল্প ও কলকারখানা পোশাক শিল্প, চামড়া শিল্প, স্টেশনারি জিনিসপত্র তৈরি শিল্প, আইসক্রিম কারখানা।

কুটিরশিল্প তাঁতশিল্প, হস্তশিল্প।

মার্কেট, বাজার  মার্কেট ৪, কাঁচা বাজার ১১।

প্রধান রপ্তানিদ্রব্য তৈরি পোশাক, হস্তশিল্প, চামড়া।

বিদ্যুৎ ব্যবহার এ থানার সবক’টি ওয়ার্ড ও মহল্লা বিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৯৬.৯২% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

পানীয়জলের উৎস নলকূপ ১৪.৯৮%, পুকুর ০.০৫%, ট্যাপ ৮৩.৭৩%, কূপ ২.৬৩% এবং অন্যান্য ১.২৪%।

স্যানিটেশন ব্যবস্থা ৯১.২৩% পরিবার স্বাস্থ্যকর এবং ৮.২৫% পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ০.৫২% পরিবারের  কোনো ল্যাট্রিন সুবিধা নাই।

স্বাস্থ্যকেন্দ্র আরবান প্রাইমারি হেলথ কেয়ার।

এনজিও ব্র্যাক, আশা, নিজে করি, আই.আর.সি। [মো. তুহীন মোল্লা]

তথ্যসূত্র   আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।