হাকিম হাবিবুর রহমান ফাউন্ডেশন

হাকিম হাবিবুর রহমান ফাউন্ডেশন  ১৯৯৪ সালে হাকিম হাবিবুর রহমানের (১৮৮১-১৯৪৭) স্মৃতিতে স্থাপিত হয়।  হাবিবুর রহমান ঢাকার সামাজিক এবং রাজনৈতিক নেতা এবং বিখ্যাত হাকিমি চিকিৎসক ও লেখক ছিলেন। তিনি ভেষজ ঔষধ ও চিকিৎসা পেশার গবেষণায় মূল্যবান অবদান রাখেন। শিক্ষা ও ভেষজ চিকিৎসা বিষয়ক গবেষণা ও চিকিৎসার ক্ষেত্রে তাঁর অবদানের স্বীকৃতিতে ঢাকায় ১৯৯৪ সালে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত হয়। একজন চেয়ারম্যান, একজন সম্পাদক ও দশজন সদস্য সমন্বয়ে গঠিত ট্রাষ্টি বোর্ড দ্বারা এটি পরিচালিত হয়। ফাউন্ডেশনের মূল পূঁজি বিনিয়োগ করেন হাকিম হাবিবুর রহমানের উত্তরসূরী ও গুণগ্রাহীরা।

এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হচ্ছে ভেষজ ও ইউনানি চিকিৎসা বিষয়ে গবেষণা পরিচালনা; চিকিৎসাশাস্ত্র, বিজ্ঞান, ধর্ম ও আধুনিক জ্ঞান বিষয়ে দাতব্য প্রতিষ্ঠান স্থাপন; মেধাভিত্তিক পদক প্রদান; ভেষজ ও ইউনানি চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান বিনিময়; সেমিনার ও সিম্পোজিয়াম অনুষ্ঠিত করা; এবং হাকিম হাবিবুর রহমানের সামাজিক ও বুদ্ধিবৃত্তিক আদর্শের প্রচার।  [রাফিয়া আক্তার চৌধুরী]