হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট
হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (Housing and Building Research Institute) দেশের আর্থসামাজিক অবস্থার উপযোগী যথোপযুক্ত আবাসন এবং নির্মাণ প্রযুক্তি উদ্ভাবনের জন্য নির্মাণ ও নির্মাণ সামগ্রী, সংশিষ্ট শিল্পের বিভিন্ন সমস্যার ওপর প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত সমীক্ষা ও গবেষণা পরিচালনাকারী একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি নির্মাণ কাজে দেশীয় উপকরণের সহজপ্রাপ্যতা, ব্যবহার ও উন্নয়নের ক্ষেত্রে গবেষণা সমীক্ষা পরিচালনা; নির্মাণ সামগ্রীর উৎকৃষ্টতা বৃদ্ধির মাধ্যমে এর ব্যবহারের উন্নতি বিধান, বিশেষ করে সাধারণভাবে ব্যবহূত নির্মাণ উপকরণের ক্ষেত্রে; নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ কর্মকান্ডের পরিকল্পনা ও নকশা প্রণয়ন পদ্ধতিসমূহের উন্নয়ন এবং পরীক্ষামূলক প্রকল্প গ্রহণের মাধ্যমে সস্তা ও নতুন উপকরণ এবং উন্নততর প্রযুক্তির উন্নয়ন-এর ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করে। প্রতিষ্ঠানটি নির্মাণ কাজের নতুন উপকরণসমূহ বা কৌশলের উন্নয়ন সম্পর্কিত সর্বশেষ সহজপ্রাপ্য জ্ঞান ও কারিগরি ব্যবহারিক জ্ঞান সরবরাহ স্থল হিসেবে কাজ করে এবং দেশের নির্মাণ শিল্পে এসবের বিভিন্নমুখী প্রয়োগের সম্ভাব্যতাসমূহ বিচার করে। এটি ১৯৬০ সালের নভেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়। এসময়ে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ঢাকায় এ ধরনের একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কর্মপরিকল্পনা অনুমোদন করেছিল। ঢাকার মিরপুরে একটি স্থান নির্বাচন করা হয় এবং ১৯৬৩ সাল থেকে ১৯৬৫ সালের মধ্যে এই প্রতিষ্ঠানের নির্মাণ কাজ সমাপ্ত হয়। ১৯৬৪ সালে তৎকালীন সরকার জাতিসংঘকে অনুরোধ করে একজন গৃহসংস্থান এবং নির্মাণ গবেষণা বিশেষজ্ঞকে মনোনীত করার জন্য, যিনি একটি নির্মাণ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থাদি সম্পর্কে পরামর্শ প্রদান করবেন। ১৯৬৬ সালের ফেব্রুয়ারিতে একজন ইউএনডিপি বিশেষজ্ঞকে নিযুক্ত করা হয় এবং তাঁর কর্মস্থল থাকে ঢাকায়, ২ জন পুরপ্রকৌশলীকে অস্থায়িভাবে পূর্ত মন্ত্রণালয়ের গৃহসংস্থান এবং আবাসন অধিদপ্তর থেকে নির্মাণ গবেষণা কেন্দ্রে বদলি করা হয়, আরও ৩ জন পদার্থবিদ এবং ১ জন রসায়নবিদকে নিযুক্ত করা হয় কাজ অনুসারে পারিশ্রমিক প্রদানের ভিত্তিতে। ১৯৬৭ সালের এপ্রিলে মূল কর্ম পরিকল্পনাটি সংশোধিত হয়। কার্যকর ও গভীর অনুসন্ধানমুখী গবেষণা উন্নয়ন কর্মকান্ড গ্রহণে প্রতিষ্ঠানটিকে সমর্থ করতে ১৯৭৭ সালে পূর্ত মন্ত্রণালয়ের অধীনে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটকে একটি স্বায়ত্তশাসিত সংস্থায় পরিণত করা হয়। এর বাৎসরিক সংস্থাপন ব্যয় নির্বাহ হয় সরকারের রাজস্ব বাজেট থেকে।
কয়েক বৎসরের মধ্যে প্রতিষ্ঠানটি গবেষণাকাজের জন্য পরীক্ষাগার সুবিধা গড়ে তুলেছে এবং উলেখযোগ্য সংখ্যক প্রকৌশলী, স্থপতি এবং বিজ্ঞানী নিযুক্ত করেছে, যাদের সংশিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও প্রশিক্ষণ রয়েছে। পরিমিত সরঞ্জাম এবং অবকাঠামোগত সুবিধাদি নিয়ে গবেষণা ও উন্নয়ন কর্মকান্ড ইনস্টিটিউটটির গবেষণা বিভাগসমূহের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বিভাগগুলো হলো নির্মাণ সামগ্রী বিভাগ, কাঠামোগত প্রকৌশল ও নির্মাণ বিভাগ, মৃত্তিকা ও বুনিয়াদ প্রকৌশল বিভাগ, গৃহসংস্থান বিভাগ, সম্প্রসারণ ও বিস্তার শাখা। প্রতিষ্ঠানটি সাধারণ জনগণ, বেসরকারি নির্মাণ সংস্থা এবং সরকারি বা আধা সরকারি সংগঠনকে নির্মাণ সামগ্রী ও মৃত্তিকা পরীক্ষা সেবাও প্রদান করে। [আখতার উদ্দিন আহমেদ]