হক, খান বাহাদুর মোহাম্মদ জিয়াউল
হক, খান বাহাদুর মোহাম্মদ জিয়াউল (১৮৯৫-১৯৫৮) শিক্ষাবিদ, কলকাতা মাদ্রাসা-ই-আলিয়া এবং ঢাকার মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ। তাঁর পিতা আলহাজ্ব মৌলভী মোহাম্মদ আমানত আলী। চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার মুহাম্মদপুর গ্রামে ১৮৯৫ সালে তাঁর জন্ম। ১৯১৩ সালে চাহারাম কেন্দ্রীয় পরীক্ষায় প্রথম বিভাগে সরকারি টেলেন্টপুল বৃত্তি লাভ করেন। তিনি ১৯১৭ সালে চট্টগ্রাম শহরের মিউনিসিপাল স্কুল থেকে এন্ট্রান্স এবং ১৯২১ সালে চট্টগ্রাম কলেজ থেকে বিএ পাস করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৩ সালে আরবিতে এবং ১৯২৪ সালে ফার্সিতে এম.এ ডিগ্রি লাভ করেন।
১৯২৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি ও ফার্সি বিভাগ খোলার পর তিনি ওই বিভাগের অধ্যাপক নিযুক্ত হন এবং ১৯২৬ সাল পর্যন্ত উক্ত বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। পরে তিনি ফেনী কলেজ এবং ১৯২৭ সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজে আরবি ও ফার্সির অধ্যাপক ছিলেন। জিয়াউল হক ১৯৩০ সালে রাজশাহী সরকারি মাদ্রাসা, ১৯৪১ সালে হুগলি ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ এবং ১৯৪৩ সালে কলকাতা মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ ছিলেন। ১৯৪৭ সালে অধ্যক্ষ জিয়াউল হকের নেতৃত্বেই কলকাতা মাদ্রাসা-ই-আলিয়া ভাগ হয় এবং মাদ্রাসাটি ঢাকার সাবেক ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজে (বর্তমান কবি নজরুল সরকারি কলেজ) স্থানান্তর করা হয়। পূর্ববাংলা প্রাদেশিক সরকার শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে ১৯৪৯ সালের মার্চ মাসে বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে যে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেন তিনি ওই কমিটির সদস্য ছিলেন। এ কমিটির সুপারিশ ছিল ‘মাতৃভাষা ব্যতীত অন্যভাষায় প্রাথমিক শিক্ষা দেওয়া ঠিক হইবে না’ এবং সুপারিশে বাংলাভাষার পক্ষে জোরালো অভিমত ব্যক্ত করা হয়। তাঁর সময়ে মাদ্রাসায় ইলমে কেরাত ও তাজবিদ বিভাগের প্রবর্তন করা হয়। জিয়াউল হক ১৯৫৪ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তাঁর রচিত গ্রন্থের মধ্যে রয়েছে হেদায়অতুন নাহু (আরবি ব্যাকরণ গ্রন্থ), Rhetorical Prosody, আল-মুকতাতফ।
মোহাম্মদ জিয়াউল হক পূর্ব বাংলা সরকারের মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার, বেঙ্গল মাদ্রাসা বোর্ডের সহ-সভাপতি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল ও একাডেমিক কমিটির সদস্য, এশিয়াটিক সোসাইটির সদস্য, শিক্ষা সংক্রান্ত মওলা কমিটি ও খোদাবখস কমিটি এবং মুয়াজ্জম কমিটির সদস্য ছিলেন। ব্রিটিশ সরকার ১৯৩৪ সালে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাঁকে ‘খান বাহাদুর’ উপাধিতে ভূষিত করে। তিনি ১৯৫৬ সালে ঢাকায় প্রতিষ্ঠা করেন পুস্তক প্রকাশনা প্রতিষ্ঠান মাওলা ব্রাদার্স।
১৯৫৮ সালের ১৫ এপ্রিল ঢাকায় তাঁর মৃত্যু হয়। [বেলাল মোহাম্মদ]