স্টেম সেল

স্টেম সেল (Stem Cell) বহুকোষী জীবের মধ্যে, স্টেম সেলগুলি হলো অভিন্ন বা আংশিকভাবে পৃথক কোষ যা বিভিন্ন ধরনের কোষে রুপারন্তরিত হতে পারে, অর্থাৎ স্টেম সেলগুলি স্বকীয় পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন কোষে পরিবর্তিত হয়ে স্বাধীনভাবে কোনো ক্ষতপূরণে সক্ষম। স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে, ব্লাস্টোসিস্ট পর্যায়ে অভ্যন্তরীণ কোষের স্তর প্রায় ৫০-১৫০ টি কোষ দ্বারা গঠিত; যা বিকাশের প্রায় ৫-১৪ দিনের মধ্যে সংখ্যা বৃদ্ধি করে এবং স্টেম সেলের মতো তারা শরীরের যে কোনো অঙ্গে পরিণত হতে পারে।

যখন বাহ্যিক পরিবেশে এদের পৃথকীকরণ এবং সংখ্যা বৃদ্ধি করা হয়, তখন তাদের স্টেম সেল পর্যায়কে ভ্রুণীয় স্টেম সেল (ESCs) হিসেবে সংরক্ষণ করা যেতে পারে। ক্ষয়প্রাপ্ত কোষের স্থান দ্রুত পূরণ করার জন্য শরীরের কয়েকটি নির্দিষ্ট স্থানে প্রাপ্তবয়স্ক স্টেম সেলগুলো পাওয়া যায়। স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে, এর মধ্যে রয়েছে হেমাটোপয়েটিক স্টেম সেল (HSC) (রক্ত এবং ইমিউন কোষের অভাব পূরণ করার জন্য), মেসেনকাইমাল স্টেম সেল (হাড়, তরুণাস্থি, পেশী এবং চর্বি জাতীয় কোষের ক্ষয় পূরণ করতে)। রূপান্তরিত হওয়ার সক্ষমতার ওপর ভিত্তি করে স্টেম সেলকে বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে: (১) টোটিপোটেন্ট স্টেম সেলগুলো ভ্রুণীয় (এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম) এবং ভ্রুণ-কেন্দ্রীয় কোষে পরিবর্তিত হয়ে (যেমন প্লাসেন্টা) একটি সম্পূর্ণ, কার্যকর জীব গঠন করে, (২) প্লুরিপোটেন্ট স্টেম সেল হলো টোটিপোটেন্ট কোষের বংশোদ্ভূত এবং প্রায় সমস্ত ধরণের কোষে রূপান্তরিত হতে সক্ষম (যেমন তিনটি কোষীয় স্তরের যেকোনো স্তর থেকে উদ্ভূত কোষ) কিন্তু সম্পূর্ণ জীবদেহ গঠনে সক্ষম নয়, (৩) মাল্টিপোটেন্ট স্টেম সেলগুলি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কোষের প্রকারে পরিবর্তিত হতে পারে, (৪) অলিগোপোটেন্ট স্টেম সেলগুলি শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি কোষে রূপান্তরিত হতে পারে, যেমন লিম্ফয়েড বা মাইলয়েড স্টেম সেল।

অস্থি মজ্জাতে প্রাপ্ত মাল্টিপোটেন্ট মেসেনকাইমাল স্টেম সেল (MSC) হাড় এবং তরুণাস্থি মেরামত করতে সাহায্য করার জন্য ক্ষতপূরণকারী ওষুধে ব্যবহার করা হচ্ছে (যেমন হাঁটুর মেনিস্কাসে আঘাত বা osteoarthritis-এর কারণে দীর্ঘমেয়াদী ক্ষতিপূরণ)। ক্ষতিগ্রস্থ টিস্যুতে নতুন রক্তনালী গঠনে সহায়তা করে এমন MSC বাম-ভেন্ট্রিকলকে শক্তিশালী করার ক্ষেত্রে হার্ট অ্যাটাকের দ্বারা ক্ষতিগ্রস্ত টিস্যু ঠিক করার জন্য ব্যবহৃত হওয়ার প্রমাণ রয়েছে। এর প্রদাহ কমানোর ক্ষমতা অটোইমিউন রোগের অগ্রগতিকে ধীর করতে এবং অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত জটিলতা কমাতে সক্ষম। তদুপরি, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হল স্টেম সেল থেরাপির একটি প্রকার যা বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে কারণ ক্লিনিকাল ট্রায়ালে এর কার্যকারিতা ব্যাপক। মেরুদন্ডের আঘাত, টাইপ ১ ডায়াবেটিস, পারকিনসন্স ডিজিজ, অ্যামিওট্রফিক ল্যাটারাল সেক্লরোসিস, আলঝেইমার রোগ, হৃদরোগ, স্ট্রোক, পোড়া, ক্যান্সার, ড়ংঃবড়ধৎঃযৎরঃরং ইত্যাদি রোগের ভুক্তভোগীরা স্টেম সেল থেরাপি থেকে উপকৃত হতে পারেন। [মামুন রশিদ খান]