সোনাডাঙ্গা থানা

সোনাডাঙ্গা থানা (খুলনা মেট্রোপলিটন)  আয়তন: ৮.৪২ বর্গ কিমি। অবস্থান: ২২°৫০´ থেকে ২২°৫১´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°৩১´ থেকে ৮৯°৩৪´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে খালিশপুর থানা, দক্ষিণ ও পূর্বে কোতোয়ালী থানা, পশ্চিমে ডুমুরিয়া ও বাটিয়াঘাটা উপজেলা।

জনসংখ্যা ১৭২০৭৯; পুরুষ ৮৯৭৫৪, মহিলা ৮২৩২৫। মুসলিম ১৫৭৫৭৭, হিন্দু ১২৫৩০, বৌদ্ধ ১৯১৬, খ্রিস্টান ২১ এবং অন্যান্য ৩৫।

প্রশাসন সোনাডাঙ্গা থানা গঠিত হয় ১৯৮৬ সালে।

থানা
ওয়ার্ড ও ইউনিয়ন মহল্লা জনসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
শহর গ্রাম শহর গ্রাম
৪২ ১৭২০৭৯ - ২০৪৩৭ ৬৮.৯১ -
ওয়ার্ড ও ইউনিয়ন
ওয়ার্ড নম্বর ও ইউনিয়ন আয়তন (বর্গ কিমি) লোকসংখ্যা শিক্ষার হার (%)
পুরুষ মহিলা
ওয়ার্ড নং ১৬ (আংশিক) ১.৩১ ১৬০৩৪ ১৪৮৭৫ ৭১.৭১
ওয়ার্ড নং ১৭ ২.৩৩ ১৫৪৩৭ ১৪৯১৫ ৬৭.৬০
ওয়ার্ড নং ১৮ ১.৬২ ৯১০৮ ৭৬৫৭ ৬৮.৪২
ওয়ার্ড নং ১৯ ০.৫১ ১৩৭৩৯ ১২৫৮২ ৬৯.৫০
ওয়ার্ড নং ২০ ০.৪৮ ১২০৩২ ১০৫০৭ ৬৫.৩৪
ওয়ার্ড নং ২৫ ০.৭৩ ১৩৯৯৫ ১৩১১১ ৭১.০৩
ওয়ার্ড নং ২৬ ০.৬৬ ৯৪০৪ ৮৬৭৮ ৬৭.২৪

সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন স্মৃতিসৌধ ১ (গল্লামারী)।

ধর্মীয় প্রতিষ্ঠান  বায়তুন নূর জামে মসজিদ (নিউ মার্কেট), মদিনা মসজিদ, শিববাড়ি আদি মন্দির, ব্যাপ্টিস চার্চ উল্লেখযোগ্য।

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৬৮.৯১%; পুরুষ ৭২.৩১%, মহিলা ৬৫.২১%। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: খুলনা মেডিকেল কলেজ, খুলনা কলেজিয়েট স্কুল, সোনাডাঙ্গা প্রি-ক্যাডেট স্কুল, পল্লী মঙ্গল হাইস্কুল।

পত্র-পত্রিকা ও সাময়িকী দৈনিক:  অনির্বাণ, তথ্য; সাপ্তাহিক: সমন্বয়।

সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি ১, জাদুঘর ১, সিনেমা হল ৩, ক্লাব ১।

গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থান বাংলাদেশ বেতার খুলনা, জাদুঘর, খুলনা ফায়ার সার্ভিস, খুলনা এয়ারপোর্ট।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৩.৯১%, অকৃষি শ্রমিক ৬.৪৭%, শিল্প ১.৬৯, ব্যবসা ৩০.০২%, পরিবহণ ও যোগাযোগ ৮.৭৫%, চাকরি ২৯.৩৬%, নির্মাণ ২.৪৩%, ধর্মীয় সেবা ০.২৫%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ১.৫০% এবং অন্যান্য ১৭.৫৪%।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৪৩.০৭%, ভূমিহীন ৫৬.৯৩%।

প্রধান কৃষি ফসল ধান, পাট, তিল, সরিষা, শাকসবজি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি  আখ, তরমুজ।

প্রধান ফল-ফলাদি আম, জাম, কাঁঠাল, লেবু, কলা, পেঁপে, কদবেল, নারিকেল, সুপারি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, গরু ও ঘোড়ার গাড়ি।

শিল্প ও কলকারখানা টেক্সটাইল মিল, ওয়েল্ডিং কারখানা।

কুটিরশিল্প স্বর্ণশিল্প, মৃৎশিল্প, বাঁশ ও তাঁতশিল্প।

হাটবাজার ও মেলা হাটবাজার ৫, মেলা ৩। নিরলা বাজার, গল্লামারী বাজার, বয়রা বাজার, নিউমার্কেট, ইস্টার্নপ্লাজা উল্লেখযোগ্য।

বিদ্যুৎ ব্যবহার এ থানার সবক’টি ওয়ার্ড বিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৮৬.৪২% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

পানীয়জলের উৎস নলকূপ ৯৫.৪৭%, পুকুর ০.১৫%, ট্যাপ ৪.২৬% এবং অন্যান্য ০.১১%।

স্যানিটেশন ব্যবস্থা এ থানার ৮৬.১৮% পরিবার স্বাস্থ্যকর এবং ১২.৭২% পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ১.১০% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।

এনজিও ব্র্যাক, আশা, প্রশিকা।  [আশরাফুল ইসলাম গোলদার]

তথ্যসূত্র  আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।