সোনাডাঙ্গা থানা
সোনাডাঙ্গা থানা (খুলনা মেট্রোপলিটন) আয়তন: ৮.৪২ বর্গ কিমি। অবস্থান: ২২°৫০´ থেকে ২২°৫১´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°৩১´ থেকে ৮৯°৩৪´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে খালিশপুর থানা, দক্ষিণ ও পূর্বে কোতোয়ালী থানা, পশ্চিমে ডুমুরিয়া ও বাটিয়াঘাটা উপজেলা।
জনসংখ্যা ১৭২০৭৯; পুরুষ ৮৯৭৫৪, মহিলা ৮২৩২৫। মুসলিম ১৫৭৫৭৭, হিন্দু ১২৫৩০, বৌদ্ধ ১৯১৬, খ্রিস্টান ২১ এবং অন্যান্য ৩৫।
প্রশাসন সোনাডাঙ্গা থানা গঠিত হয় ১৯৮৬ সালে।
থানা | ||||||
ওয়ার্ড ও ইউনিয়ন | মহল্লা | জনসংখ্যা | ঘনত্ব (প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) | ||
শহর | গ্রাম | শহর | গ্রাম | |||
৭ | ৪২ | ১৭২০৭৯ | - | ২০৪৩৭ | ৬৮.৯১ | - |
ওয়ার্ড ও ইউনিয়ন | ||||
ওয়ার্ড নম্বর ও ইউনিয়ন | আয়তন (বর্গ কিমি) | লোকসংখ্যা | শিক্ষার হার (%) | |
পুরুষ | মহিলা | |||
ওয়ার্ড নং ১৬ (আংশিক) | ১.৩১ | ১৬০৩৪ | ১৪৮৭৫ | ৭১.৭১ |
ওয়ার্ড নং ১৭ | ২.৩৩ | ১৫৪৩৭ | ১৪৯১৫ | ৬৭.৬০ |
ওয়ার্ড নং ১৮ | ১.৬২ | ৯১০৮ | ৭৬৫৭ | ৬৮.৪২ |
ওয়ার্ড নং ১৯ | ০.৫১ | ১৩৭৩৯ | ১২৫৮২ | ৬৯.৫০ |
ওয়ার্ড নং ২০ | ০.৪৮ | ১২০৩২ | ১০৫০৭ | ৬৫.৩৪ |
ওয়ার্ড নং ২৫ | ০.৭৩ | ১৩৯৯৫ | ১৩১১১ | ৭১.০৩ |
ওয়ার্ড নং ২৬ | ০.৬৬ | ৯৪০৪ | ৮৬৭৮ | ৬৭.২৪ |
সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন স্মৃতিসৌধ ১ (গল্লামারী)।
ধর্মীয় প্রতিষ্ঠান বায়তুন নূর জামে মসজিদ (নিউ মার্কেট), মদিনা মসজিদ, শিববাড়ি আদি মন্দির, ব্যাপ্টিস চার্চ উল্লেখযোগ্য।
শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৬৮.৯১%; পুরুষ ৭২.৩১%, মহিলা ৬৫.২১%। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: খুলনা মেডিকেল কলেজ, খুলনা কলেজিয়েট স্কুল, সোনাডাঙ্গা প্রি-ক্যাডেট স্কুল, পল্লী মঙ্গল হাইস্কুল।
পত্র-পত্রিকা ও সাময়িকী দৈনিক: অনির্বাণ, তথ্য; সাপ্তাহিক: সমন্বয়।
সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি ১, জাদুঘর ১, সিনেমা হল ৩, ক্লাব ১।
গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থান বাংলাদেশ বেতার খুলনা, জাদুঘর, খুলনা ফায়ার সার্ভিস, খুলনা এয়ারপোর্ট।
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৩.৯১%, অকৃষি শ্রমিক ৬.৪৭%, শিল্প ১.৬৯, ব্যবসা ৩০.০২%, পরিবহণ ও যোগাযোগ ৮.৭৫%, চাকরি ২৯.৩৬%, নির্মাণ ২.৪৩%, ধর্মীয় সেবা ০.২৫%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ১.৫০% এবং অন্যান্য ১৭.৫৪%।
কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৪৩.০৭%, ভূমিহীন ৫৬.৯৩%।
প্রধান কৃষি ফসল ধান, পাট, তিল, সরিষা, শাকসবজি।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি আখ, তরমুজ।
প্রধান ফল-ফলাদি আম, জাম, কাঁঠাল, লেবু, কলা, পেঁপে, কদবেল, নারিকেল, সুপারি।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, গরু ও ঘোড়ার গাড়ি।
শিল্প ও কলকারখানা টেক্সটাইল মিল, ওয়েল্ডিং কারখানা।
কুটিরশিল্প স্বর্ণশিল্প, মৃৎশিল্প, বাঁশ ও তাঁতশিল্প।
হাটবাজার ও মেলা হাটবাজার ৫, মেলা ৩। নিরলা বাজার, গল্লামারী বাজার, বয়রা বাজার, নিউমার্কেট, ইস্টার্নপ্লাজা উল্লেখযোগ্য।
বিদ্যুৎ ব্যবহার এ থানার সবক’টি ওয়ার্ড বিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৮৬.৪২% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।
পানীয়জলের উৎস নলকূপ ৯৫.৪৭%, পুকুর ০.১৫%, ট্যাপ ৪.২৬% এবং অন্যান্য ০.১১%।
স্যানিটেশন ব্যবস্থা এ থানার ৮৬.১৮% পরিবার স্বাস্থ্যকর এবং ১২.৭২% পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ১.১০% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।
এনজিও ব্র্যাক, আশা, প্রশিকা। [আশরাফুল ইসলাম গোলদার]
তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।