সিভিল লিস্ট
সিভিল লিস্ট আমলাতান্ত্রিক কাঠামোর সিভিল অফিসারদের পদমর্যাদার ক্রম অনুযায়ী বিন্যাসকৃত তাদের নামের তালিকা। ভারতে ব্রিটিশ শাসনের শুরু থেকেই এ তালিকার প্রকাশনা শুরু হয়। ভারতবিভাগের পূর্বে সরকার কর্তৃক সিভিল অফিসারদের তালিকা সুচারুরূপে সংকলন করে নিয়মিতভাবে বছরে চারবার প্রকাশ করা হতো। ভারতবিভাগের পর পাকিস্তানে এই নিয়মিত প্রকাশনায় ছেদ পড়ে। কিন্তু ১৯৬০ সালের পর থেকে পূর্বের মত তালিকা প্রকাশের প্রয়াস অব্যাহত রয়েছে এবং এ প্রয়াস আংশিকভাবে সফলও হয়েছে।
ভারতবিভাগের পূর্বে কেন্দ্রীয় সরকার কর্তৃক Combined Civil List of India শিরোনামে একটি অত্যন্ত প্রয়োজনীয় তালিকা প্রকাশিত হতো। লাহোরের সামরিক ও সিভিল গেজেটের মুদ্রণালয় থেকে প্রতি তিন মাস অন্তর এটি প্রকাশিত হতো। এতে ভারতের সকল প্রদেশে কর্মরত আইসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের তালিকা একটি খন্ডে প্রকাশিত হওয়ায় এটা ব্যবহার করা বেশ সুবিধাজনক ছিল। এছাড়া এ তালিকায় কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারে কর্মরত প্রধান কর্মকর্তাদের নামও অন্তর্ভুক্ত থাকত। সামরিক ও সিভিল গেজেটের মুদ্রণালয় ভারতবিভাগের পর কয়েকমাস পর্যন্ত ভারত ও পাকিস্তানের জন্য এ তালিকা প্রকাশ অব্যাহত রাখে। কিন্তু এরপর এ তালিকা আর প্রকাশিত হয় নি।
১৯৪৭ সালের পর পাকিস্তানের কেন্দ্রীয় সরকার কর্তৃক Civil List of Class I Officers Serving Under Government of Pakistan, 1st January, 1961 শিরোনামে সিভিল অফিসারদের একটি তালিকা ১৯৬১ সালের জুন মাসে প্রথম প্রকাশিত হয়। পাকিস্তান সরকারের সংস্থাপন মন্ত্রণালয় কর্তৃক সংকলিত ৪৮৭ পৃষ্ঠা সম্বলিত এ দলিলটি বিভিন্ন দিক দিয়ে অত্যন্ত প্রয়োজনীয় বলে বিবেচিত হয়। কেন্দ্রীয় সুপিরিয়র সার্ভিসের সতেরটি পদে কর্মরত কর্মকর্তাবৃন্দ এবং কেন্দ্রীয় সরকারের মন্ত্রণালয় ও দপ্তরসমূহে কর্মরত কর্মকর্তাদের জ্যেষ্ঠতা তালিকা এর অন্তর্ভুক্ত হয়। এ তালিকায় কর্মকর্তাদের জন্মতারিখ, যে প্রদেশের বাসিন্দা, প্রথম শ্রেণীর পদে নিয়োগের তারিখ, বর্তমান গ্রেডে নিয়োগের তারিখ এবং মাসিক বেতন উল্লখিত হয়।
প্রতিটি প্রাদেশিক সরকার কর্তৃক একবছর অন্তর প্রকাশিত সরকারি সিভিল অফিসারদের তালিকা সমভাবে মূল্যবান ছিল। বঙ্গবিভাগের পূর্বে প্রাদেশিক তালিকাসমূহ মুখ্য সচিবের অফিসে সংকলন করা হতো এবং কলকাতার সরকারি মুদ্রণালয় থেকে প্রকাশিত হতো। বঙ্গবিভাগের পর ১৯৫৪ সালে প্রথম একটি প্রাদেশিক তালিকা প্রকাশিত হয়। এ পর্যায়ে The East Pakistan Civil List 1961-62 (৮নং) শিরোনামের তালিকাটি ছিল সর্বশেষ তালিকা। সরকারি দপ্তর কর্তৃক প্রণীত প্রাদেশিক তালিকায় প্রদেশের রেলওয়ে সার্ভিসে কর্মরত কর্মকর্তাগণ ব্যতীত প্রাদেশিক সরকারের অধীন সকল প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার বিবরণ অন্তর্ভুক্ত হয়। তালিকায় পদের নাম, জন্মতারিখ এবং বেতন উল্লেখ করা হয়। প্রতিটি তালিকায় সিভিল অফিসারদের নামসমূহ বর্ণনানুক্রমিকভাবে একটি নির্ঘন্ট সাজানো ছিল এবং এসব নাম অন্যত্র একটি বালামেও অন্তর্ভুক্ত ছিল। তবে, কেন্দ্রীয় ও প্রাদেশিক সিভিল অফিসারদের কোনো তালিকাতে সরকারি কর্পোরেশনে কর্মরত কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত তথ্য প্রদর্শিত হয় নি। এছাড়া কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর এবং নিম্ন বেতনভুক কর্মচারীদের কোনো তালিকাও সিভিল অফিসারদের তালিকায় অন্তর্ভুক্ত হয় নি।
স্বাধীনতার পর বাংলাদেশ সরকার ১৯৭৭ সালে The Civil List, 1976-77 শিরোনামে একটি তালিকা প্রকাশ করে। এ তালিকার কাঠামো ও বিষয় ছিল মোটামুটি পূর্বেকার প্রাদেশিক সিভিল অফিসারদের তালিকার অনুরূপ। তবে ১৯৭৬-৭৭ সালের তালিকায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগ উভয় সম্পর্কেই অতিরিক্ত তথ্যাদি সন্নিবেশিত হয়। ১৯৭৭ সালের পর থেকে সিভিল অফিসারদের তালিকা প্রকাশ বন্ধ রয়েছে। [এ.এম.এম শওকত আলী]