সিদ্দিকী, আবদুর রহমান

সিদ্দিকী, আবদুর রহমান (১৮৮৭-১৯৫৩)  রাজনীতিক, পূর্ব বাংলার ভারপ্রাপ্ত গভর্নর। গভর্নর মালিক ফিরোজ খান নুন ১৯৫২ সালের ২৫ জুলাই থেকে ১০ নভেম্বর পর্যন্ত ছুটিতে থাকাকালে আবদুর রহমান সিদ্দিকীকে ভারপ্রাপ্ত গভর্নর নিয়োগ করা হয়।

মুসলিম লীগের একজন প্রথম সারির নেতা আবদুর রহমান সিদ্দিকী আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং ইংল্যান্ড থেকে উচ্চতর শিক্ষা লাভ করেন (১৯১৯)। তিনি আলীগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন। স্নাতক ডিগ্রি লাভের পর তিনি মওলানা মোহাম্মদ আলী সম্পাদিত এবং কলকাতা থেকে প্রকাশিত কমরেড পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হন। তিনি খিলাফত আন্দোলনে অংশগ্রহণ করেন এবং বলকান যুদ্ধের সময় ডাঃ আনসারীর নেতৃত্বে তুরস্কে প্রেরিত মেডিক্যাল টিমে স্বেচ্ছাসেবক হিসেবে যোগদান করেন। আবদুর রহমান সিদ্দিকী ১৯৩৭ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য এবং ১৯৪৬ সালে ইন্ডিয়ান লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য ছিলেন। তাঁর উদ্যোগে কলকাতা থেকে দি মনিং নিউজ প্রকাশিত হয়। তিনি ১৯৪২ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত এ পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি ১৯৪০ সালে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র হন। আবদুর রহমান সিদ্দিকী ছিলেন ইস্টার্ন ফেডারেল ইনস্যুরেন্স কোম্পানির অন্যতম সংগঠক। মধ্যপ্রাচ্য বিষয়ে তিনি ছিলেন একজন বিশেষজ্ঞ এবং পাকিস্তান আন্দোলনের কেন্দ্রীয় নেতা।

১৯৫৩ সালে তাঁর মৃত্যু হয়।  [আবু জাফর]