সিকান্দর শাহ লোদী
সিকান্দর শাহ লোদী (১৪৮৯-১৫১৭) দিল্লির সুলতান। বাংলার সুলতানের সঙ্গে তাঁর বিরোধিতা ছিল। সিকান্দর শাহ লোদী বংশের শাসকদের মধ্যে সবচেয়ে যোগ্য ছিলেন। এতাওয়া, বিয়ানা, কোইল, গোয়ালিয়র, ঢোলপুর, চান্দেরী, ত্রিহুত ও বিহারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তিনি বাংলার সীমান্ত পর্যন্ত অগ্রসর হন। জৌনপুরের সুলতান হোসেন শাহ শর্কী বাংলার সুলতান আলাউদ্দীন হোসেন শাহের নিকট আশ্রয় গ্রহণ করেন। এতে সিকান্দর শাহের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয় এবং তিনি বাংলা অভিমুখে এক অভিযান প্রেরণ করেন। বেনারসের নিকটে এক যুদ্ধে তিনি হোসেন শাহ শর্কীকে পরাজিত করেন। বাংলার সুলতান সিকান্দর শাহের অগ্রযাত্রাকে বাঁধা দেওয়ার জন্য তাঁর পুত্র দানিয়েলের নেতৃত্বে একটি সৈন্যবাহিনী প্রেরণ করেন। দিল্লির সুলতান শান্তি প্রতিষ্ঠাকল্পে সন্ধির আলোচনা শুরু করেন এবং উভয় পক্ষ একে অপরের রাজ্য আক্রমণ করবে না বলে স্থির হয়। [আবু তাহের]