সালিসি আইন

সালিসি আইন মোকদ্দমার পরিবর্তে বিরোধ মীমাংসার একটি বিকল্প উপায়। প্রথমত ১৮৯৯ সালের আরবিট্রেশন অ্যাক্ট-এ সালিসির মাধ্যমে বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত বিধান সন্নিবেশিত হয়। অতঃপর আদালতে বিচারাধীন মামলাসহ আদালতের মাধ্যমে সালিস করে বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত বিধানাবলি ১৯০৮ সালের দেওয়ানি কার্যবিধি তফসিলের অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তী সময়ে আরবিট্রেশন অ্যাক্ট ১৯৪০ এবং আরবিট্রেশন (প্রটোকল অ্যান্ড কনভেনশন) অ্যাক্ট ১৯৩৭-এর বিধানাবলির অধীনে আদালতের হস্তক্ষেপ ব্যতীত এবং হস্তক্ষেপসহ একটি পৃথক সালিসি আইন পাস হয়। অবশ্য বর্তমান সময়ের বিভিন্ন বিরোধ মীমাংসার প্রয়োজনে, বিশেষ করে বিভিন্ন দেশের মধ্যে এবং বিদেশীদের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য বিরোধ মিটানোর জন্য জাতীয় সংসদে আবরিট্রেশন অ্যাক্ট ১৯৯৯ পাস হয়।  [কাজী এবাদুল হক]