সরদার, লালমোহাম্মদ

সরদার, লালমোহাম্মদ (১৮৪৮-১৯৩৬)  আত্মপ্রতিষ্ঠ, সমাজসেবী ও রাজনীতিবিদ। ১৮৪৮ সালে রাজশাহী জেলার পুঠিয়া থানার ভেলনা গ্রামে এক নিম্নমধ্যবিত্ত কৃষক পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। চৌদ্দ বছর বয়সেই তাঁর লেখাপড়া বন্ধ হয়ে যায়। একজন নিঃস্ব শ্রমিক হিসেবে তাঁর জীবন শুরু। ইটের ভাটার ব্যবসা করে তিনি কালে একজন বিত্তবান ব্যক্তিতে পরিণত হন এবং নিলামে এস্টেট ক্রয় করে একজন জমিদার হিসেবে পরিগণিত হন। কাদিরগঞ্জে তিনি প্রাসাদপ্রায় এক জমিদারি  কাচারি নির্মাণ করেন।

শুধু আর্থিক সাফল্য অর্জনই নয়, তিনি সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক কর্মকান্ডেও অসাধারণ অবদান রাখেন। তিনি ছিলেন রাজশাহীর আঞ্জুমান মুফিদুল ইসলাম সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি (১৯০৬)। তিনি এই অঞ্চলের প্রত্নসামগ্রী সংগ্রহে কুমার  শরৎকুমার রায়ের সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯২৬ সালে তিনি রাজশাহী জেলা বোর্ডের সদস্য নির্বাচিত হন এবং পরে আইন পরিষদে নির্বাচিত হন। ১৯৩৬ সালে  লালমোহাম্মদ সরদারের মৃত্যু হয়।  [এস.এম আবদুল লতিফ]