শ্যামা

শ্যামা

শ্যামা (Shama)  Muscicapidae গোত্রভুক্ত Copsychus malabaricus পাখির বহুল পরিচিত সাধারণ নাম। এ পাখি Passeriformes বর্গের, দেখতে দোয়েলের (Magpie Robin) মতো, তবে দেহের নিচের অংশ সাদার পরিবর্তে বাদামি। এর পশ্চাৎ অংশ দোয়েলের পশ্চাৎ অংশের তুলনায় একটু লম্বা। মাথা ও পিঠ চকচকে কালো; পিছনের দিকটা সাদা। গলা ও বুক চকচকে কালো; পেট ও পিছনের নিচ পিঙ্গল। স্ত্রী পাখি ধূসর, নিচের দিক অপেক্ষাকৃত ফ্যাকাসে।

শ্যামা চমৎকার গায়ক পাখি এবং এর গলায় নানা সুর খেলে। এরা কখনও কখনও উঁচু, স্পষ্ট ও মিষ্টি সুরে গান গায়। সমৃদ্ধ ও বিচিত্র সঙ্গীত পরিবেশনে এরা নাইটেঙ্গলের প্রতিদ্বন্দ্বী। লাজুক পাখি শ্যামা মানুষের আবাসন এড়িয়ে চলে। এদর মুখ্য খাদ্য কীটপতঙ্গ। সাধারণত প্রজনন ঋতু এপ্রিল-জুন। ডিমের সংখ্যা ৩-৪। ভারত, শ্রীলঙ্কা এবং মায়ানমারেও শ্যামা বিস্তৃত। বাংলাদেশের বড় বনাঞ্চলে এদের দেখা যায়। [মো. আনোয়ারুল ইসলাম]

আরও দেখুন দোয়েল