শাহ তুরকান শহীদ (রঃ)
শাহ তুরকান শহীদ (রঃ) রাজশাহীতে আগত প্রথম মুসলিম দরবেশ। তিনি এবং বগুড়ার অন্তর্গত শেরপুরের শাহ তুরকান (রঃ) এক ব্যক্তি নন। তিনি রামপুরে বসতি স্থাপন করেন। প্রচলিত কাহিনী অনুসারে স্থানটি পরবর্তীকালে ‘বু’ (ঘ্রাণ) এবং ‘আউলিয়া’ শব্দযোগে ‘রামপুর বোয়ালিয়া’ নামে পরিচিত হয়। শাহ তুরকান অপরাপর কয়েকজন দরবেশসহ ইসলাম ধর্ম প্রচারের জন্য তেরো শতকের শেষার্ধে বাগদাদ হতে রামপুর বোয়ালিয়ায় এসে বসতি স্থাপন করেন। সে সময়ে ওই স্থানের তান্ত্রিক রাজা অংশুদেও চন্ডবন্দী বর্মভোজ এবং তাঁর ভাই অংশুদেও খের্জুরচন্ড খড়গ বর্মগুজভোজ তাঁদের দেবতা মহাকালদেবের সন্তুষ্টি বিধানের জন্য মানুষ ও শিশুদের বলি দিতেন। দরবেশদের সাথে রাজার সংঘর্ষ বাঁধে এবং যুদ্ধে দরবেশগণ বহু হিন্দুকে হত্যা করেন। কিন্তু চূড়ান্ত পর্যায়ে অসমযুদ্ধে দরবেশগণ সকলেই নিহত হন। কথিত আছে যে, রাজার অনুসারিগণ শাহ তুরকানের দেহ দেবোদ্দেশ্যে উৎসর্গ করতে চেষ্টা করে, কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও তা স্থানান্তর করতে ব্যর্থ হয়। অতঃপর তারা তাঁর দেহ সেখানেই সমাহিত করে। কবরস্থানটি শাহ তুরকান শহীদের আস্তানা নামে খ্যাত হয়।
আনুমানিক ৬৭৭ হিজরিতে (১২৮৮ খ্রি) শাহ তুরকান নিহত হন। রাজশাহী কলেজ ছাত্রাবাসের পশ্চিমে একটি সাধারণ ভবনে তাঁর মাজার অবস্থিত। [মোশাররফ হোসেন ভূঁইয়া]