শাপলা

শাপলা

শাপলা  জলজ Nymphaea গণের জলজ এক উদ্ভিদ প্রজাতি। শাপলা বাংলাদেশের জাতীয় ফুল। এ উদ্ভিদের পাতা বড়, গোলাকার, ভাসমান এবং ফুল দৃষ্টিনন্দন। শাপলার প্রজাতি সংখ্যা প্রায় ৫০, জন্মে নানা দেশে।

বাংলাদেশে দুটি সাদা রঙের (Nymphaea nauchalli) ও লাল রঙের রক্তকমল, একই প্রজাতিভুক্ত (পূর্বনাম N. rubra) এবং দ্বিতীয়টি শালুক/ নীল-শাপলা (N. stellata)। এগুলির প্রত্যেকটি ঝোপে লম্বা বোটায় একত্রে কয়েকটি একক ফুল ফোটে এবং পানির উপর উঁচিয়ে থাকে। প্রায় সারা বছরই ফুল হয়, বর্ষা ও শরৎকালে বেশি। বোঁটা গ্রামাঞ্চলে জনপ্রিয় সবজি। সিদ্ধ গেঁড়  ও বীজের খৈ সুস্বাদু। পৃথিবীর বৃহত্তম পাতার আমাজন লিলি (Victoria amazonica) কোন

কোন বাগানের পদ্মপুকুরে দেখা যায়।দ্বিতীয় বৃহত্তম পাতার মাখনা (Eurayle ferox) বাংলাদেশের জলাভূমিতে জন্মে। পুরো গাছটিই কাঁটাভরা। বীজ খাওয়া যায়।  [মোস্তফা কামাল পাশা]