শব্দকল্পদ্রুম

শব্দকল্পদ্রুম  সংস্কৃত অভিধান। সংকলক রাজা  রাধাকান্ত দেব (১৭৮৩-১৮৬৭) এবং সম্পাদক করুণাসিন্ধু বিদ্যানিধি। সুদীর্ঘ চল্লিশ বছরের পরিশ্রমে আট খন্ডে এ কোষগ্রন্থটি সংকলিত হয়। সংকলনের কাজ শুরু হয় ১৮০৩ সালে। প্রথম খন্ড প্রকাশিত হয় ১৮১৯ সালে এবং সর্বশেষ অষ্টম খন্ড পরিশিষ্ট খন্ড হিসেবে প্রকাশিত হয় ১৮৫৮ সালে।

‘কল্পদ্রুম’ শব্দের অর্থ কল্পবৃক্ষ, অর্থাৎ যে বৃক্ষের নিকট যা কামনা করা হয় তা-ই পাওয়া যায়। কথিত আছে, এমন কোনো  সংস্কৃত শব্দ নেই যা এ কোষগ্রন্থটিতে পাওয়া যায় না। তাই এর নাম রাখা হয় ‘শব্দকল্পদ্রুম’। সংস্কৃত ভাষায় গদ্যে রচিত সর্ববৃহৎ এ অভিধানটি বাংলা হরফে মুদ্রিত। এতে প্রতিটি সংস্কৃত শব্দের অর্থ, ব্যুৎপত্তি এবং সংস্কৃত ভাষায় তার প্রয়োগ দেওয়া আছে।

তৎকালে শিক্ষাপ্রতিষ্ঠান, আদালত এবং সংস্কৃত গ্রন্থের পঠন-পাঠনের প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে রাধাকান্ত দেব  গ্রন্থটি প্রণয়নে ব্রতি হয়েছিলেন। তাই গ্রন্থটি সংস্কৃত স্কুল-কলেজের ছাত্র-শিক্ষক, আদালতের আইনজীবী-বিচারক এবং সংস্কৃত গ্রন্থের পাঠকদের নিকট ব্যাপক সমাদর লাভ করে। পন্ডিতমহলে রাধাকান্ত দেবের পান্ডিত্য এবং দুরূহ অধ্যবসায়ের কথা প্রচারিত হয়। রয়্যাল এশিয়াটিক সোসাইটি এবং ভারতবিদ্যানুরাগী ব্যক্তিবর্গ তাঁকে বিশেষ সম্মানে ভূষিত করেন। তৎকালীন ব্রিটিশ সরকার তাঁকে KCSI (Knight Commander of the Star of India) এবং ‘রাজা বাহাদুর’ উপাধিতে ভূষিত করে। রাধাকান্ত দেবের পরে আজ অবধি এমন আর দ্বিতীয় কোনো সংস্কৃত অভিধান রচিত হয়নি।  [দুলাল ভৌমিক]