লায়লী-মজনু

লায়লী-মজনু মধ্যযুগের একটি রোম্যান্টিক বাংলা  কাব্য আনুমানিক ১৫৬০-১৫৭৫ খ্রিস্টাব্দের মধ্যে  দৌলত উজির বাহরাম খান এটি রচনা করেন। কাব্যটি তখন এতই জনপ্রিয়তা অর্জন করেছিল যে, পরবর্তীকালে একই বিষয় ও শিরোনামে আরও অনেকেই এ কাব্য রচনা করেন।

লায়লী-মজনু কাব্যের উৎস আরব্য লোকগাথা; প্রেমের জগতে এটি কিংবদন্তিতুল্য। পৃথিবীর অমর প্রেমগাথাসমূহের মধ্যে এটি অন্যতম। বাহরাম খানের এ কাব্যে লায়লী ও মজনুর একনিষ্ঠ প্রেম চিত্রিত হয়েছে। একদিকে পার্থিব কামনা-বাসনা, অপরদিকে প্রেমের জন্য ত্যাগ-তিতিক্ষা অন্যত্র দুর্লভ। ফারসি ভাষায় জামী, নিজামী, আমির খসরু লায়লা ওয়া মজনুন রচনা করেন। তাঁরা সুফি অধ্যাত্মতত্ত্বের রূপক হিসেবে উক্ত কাহিনী গ্রহণ করেন। বাহরাম খান হয়তো জামীর কাব্যের অনুসরণ করে থাকতে পারেন; তবে তাঁর কাব্যে অধ্যাত্মপ্রেম অপেক্ষা মানবপ্রেম অধিক গুরুত্ব পেয়েছে।  [অমৃতলাল বালা]