রুটাইল

NasirkhanBot (আলোচনা | অবদান) কর্তৃক ২২:৫৬, ৪ মে ২০১৪ তারিখে সংশোধিত সংস্করণ (Added Ennglish article link)

রুটাইল লালচে-বাদামি অথবা কালো চার বাহু (tetragonal) বিশিষ্ট মণিক, সাধারণত ঘন সংহত অথবা লন্বা প্রিজমবিশিষ্ট স্ফটিক। এর চিড় (cleavage) বেশ পরিস্কার (১১০); মোহ স্কেলে এর কাঠিন্য হলো ৬-৬.৫ এবং আপেক্ষিক গুরুত্ব ৪.২-৪.৫। এটি এসিড আগ্নেয় শিলা ও রুপান্তরিত শিলার আনুষঙ্গিক (accessory) মণিক এবং কোয়ার্জ মণিকের শিরা ও সৈকত বালিতে অবশিষ্টাংশ হিসেবে পাওয়া যায়। রুটাইল রড ঢালাই, রং শিল্প এবং টিটানিয়াম ধাতুর প্রধান উৎস হিসেবে ব্যবহূত হয়। বাংলাদেশে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী ও পটুয়াখালী জেলার সমুদ্র সৈকতের বালিতে ভারি মণিক পে­সার (placer) মজুত হিসেবে রুটাইল পাওয়া যায়। অধিকাংশ ক্ষেত্রে মিহি থেকে অধিকতর মিহি বালুকণাতে রুটাইল মণিক উপস্থিত থাকে। সাধারণত রুটাইল মণিক ধারণকারী বালু জিরকন, ম্যাগনেটাইট ও মোনাজাইট  ধারণকারী বালুর চেয়ে অধিকতর মোটা দানাদার বিশিষ্ট হয়ে থাকে। সৈকত বালি পে­সারে এই মণিকের পরিমাণ সর্বোচ্চ প্রায় ৪% (মহেশখালী দ্বীপ), সর্বনিম্ন ০.৩৫% (কুয়াকাটা) যদিও গড়ে প্রায় ২.০%। বাংলাদেশে রুটাইলের মোট মজুত হিসাব করা হয়েছে প্রায় ৭০,২৭৪ টন। নিম্নের সারণিতে বিভিন্ন রুটাইলের পরিমাণ উলে­খ করা হলো:

স্থান  #কাচাবালু  #ভারি মণিক #মোনাজাইট

বদরমোকাম (কক্সবাজার)সাবরং (কক্সবাজার)টেকনাফ (কক্সবাজার)শিলখালি (কক্সবাজার)ইনানী (কক্সবাজার)কক্সবাজারমহেশখালী দ্বীপ (কক্সবাজার)মাতারবাড়ী দ্বীপ (কক্সবাজার)নিঝুম দ্বীপ (নোয়াখালী)কুতুবদিয়া দ্বীপ (কক্সবাজার)কুয়াকাটা#১৭,৬৫,০০০৩,৪৭,৫৫৮১৯,৩৯,৫৮০২৭,৫৬,৮২৮৭,২৯,২৮৬৫১,১৯,০০০৪১,১৪,২৩০৬৯,০৩০৩,৭৯,৩৩৭৪,০৪,৬৪৬২৮,৭২,৪৮৬#৪,১১,০০০৬৮,৫৮২৪,৪২,২৯১৪,৮৯,৭১৪১,৭৫,৪৭৬৯,২০,০০০৭,৮৪,২১০১৫,২১৫৯৬,৩৪৮১,২০,০০০৮,৩১,৬৬৮#৩,২৮৮১,৩৭২১৩,২৩০১০,৭৭৪৪,০৩৬৬,৪৪০২৪,৫৯৬২৯৫৪২৪১,৯০৮৩,৯১১

মোট #২.০৪.৯৬.৯৮১ #৪৩.৫৪.৫০৪ #৭০.২৭৪

[সিফাতুল কাদের চৌধুরী]