রায়, ঈশানচন্দ্র
রায়, ঈশানচন্দ্র ১৮৭৩ সালে পাবনা কৃষক বিদ্রোহের অন্যতম সংগঠক। রায়তদের নিকট তিনি সাধারণত ’ঈশান রাজা’ নামে পরিচিত ছিলেন। ঈশানচন্দ্র একজন ক্ষুদ্র জমিদার (তালুকদার) ও ব্যবসায়ী ছিলেন। ১৮৭৩ সালে গঠিত ‘কৃষক লীগ’ এর নিয়ন্ত্রণ গ্রহণ করার পর রায়তদের ওপর তাঁর প্রভাব বেড়ে যায়। জমিদারি শোষণ প্রতিহত করার লক্ষ্যে এ সংগঠনটি গঠিত হয়েছিল। তাঁর দুজন অনুগামী শম্ভুনাথ পাল ও খুদি মোল্লার সহায়তায় ঈশানচন্দ্র এ লীগকে পাবনা এলাকায় জনপ্রিয় করে তোলেন এবং কৃষকদের সম্যাবলির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। [নূরুল হোসেন চৌধুরী]