রহমান, আতাউর

আতাউর রহমান

রহমান, আতাউর (১৯২৫-১৯৯৯)  কবি, সমালোচক। তাঁর জন্ম  বগুড়া জেলায়।  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন।

আতাউর রহমান সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না, তবে ছাত্রজীবনে বামপন্থি ভাবাদর্শের প্রতি আকৃষ্ট ছিলেন। তাঁর কবিতায় গণমানুষের সংগ্রাম ও সাম্যবাদের চেতনা বরাবর প্রকাশিত হয়েছে। সাহিত্যের সমালোচক হিসেবে কাজী নজরুল ইসলামের রচনা ওই একই চেতনা থেকে বারবার তাঁর আলোচনার বিষয় হয়েছে। দু ঋতু (১৯৫৬), একদিন প্রতিদিন (১৯৬৩), নিষাদ নগরে আছি (১৯৭৭), ভালোবাসা চিরশত্রু (১৯৮১), ইদানীং রঙ্গমঞ্চ (১৯৯২), সারাটা জীবন ধরে (১৯৯৪), ভালোবাসা ও তারপর ইত্যাদি তাঁর রচিত কাব্যগ্রন্থ। তাঁর আলোচনাগ্রন্থের মধ্যে আধুনিক বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস (১৯৬৩), কবি নজরুল (১৯৬৮), নজরুল কাব্য সমীক্ষা (১৯৭২), নজরুল জীবনে প্রেম ও বিবাহ (১৯৯৭) প্রভৃতি প্রধান। কবিতার মতো মননশীল রচনাতেও তাঁর পরিচ্ছন্ন চিন্তা ও মার্জিত রুচির পরিচয় আছে।

আতাউর রহমান সাহিত্যকর্মের জন্য বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (১৯৭০), শেরে বাংলা জাতীয় পুরস্কার, নজরুল স্মৃতি পুরস্কার (১৯৮৫), হিলালী স্মৃতি পুরস্কার (১৯৮৭) ইত্যাদি সম্মানে ভূষিত হন।  [ওয়াকিল আহমদ]