রঙ্গপুর বার্তাবহ
রঙ্গপুর বার্তাবহ পূর্ববঙ্গ থেকে প্রকাশিত সর্বপ্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা। রংপুরের কুনডি পরগণার জমিদার কালীচন্দ্র রায়ের আর্থিক আনুকূল্যে ১৮৪৭ সালের আগস্ট মাসে (বাংলা ভাদ্র, ১২৫৪) পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। ১৮৫৪ সাল পর্যন্ত তেমন কোন উল্লেখযোগ্য বিরতি ছাড়াই এর প্রকাশনা অব্যাহত থাকে। পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন গুরুচরণ শর্মা রায়। তাঁর মৃত্যুর পর নীলাম্বর মুখোপাধ্যায় পত্রিকাটির স্বত্ব কিনে নেন। এরপর এটি ‘বার্তাবহ যন্ত্রালয়’ (Bartabaha Jantralay) থেকে প্রতি মঙ্গলবার প্রকাশিত হতো এবং এর প্রচারসংখ্যা ছিল প্রায় একশ। বার্ষিক চাঁদার হার ছিল ছয় টাকা, অগ্রিম প্রদান করলে চার টাকা। প্রাথমিক অবস্থায় রঙ্গপুর বার্তাবহ কলকাতার সংবাদপত্র হতে সংগৃহীত সংবাদই বেশির ভাগ পরিবেশন করত। পরবর্তীকালে এটি স্থানীয় সংবাদ প্রকাশও শুরু করে। এ পত্রিকার এক অতি গুরুত্বপূর্ণ বিভাগ জুড়ে থাকত বাংলা গদ্যরীতি নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা। প্রাথমিক পর্যায়ে পত্রিকাটি ছিল সরকারঘেঁষা এবং ভূস্বামীদের প্রশংসা করা ছিল এর একটি সাধারণ বৈশিষ্ট্য।
পরবর্তীকালে পত্রিকাটি বিদেশী শাসন এবং জনগণের ওপর এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সমালোচনামুখর হয়ে ওঠে। ১৮৫৭ সালে পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। উনিশ শতকের মধ্যভাগে উত্তর বাংলার আর্থ-সামাজিক এবং শিক্ষাব্যবস্থার ওপর রঙ্গপুর বার্তাবহ আলোকপাত করে। [রতন লাল চক্রবর্তী]