যক্ষ্মা নিরাময় ও নিয়ন্ত্রণ প্রশিক্ষণ ইনস্টিটিউট
যক্ষ্মা নিরাময় ও নিয়ন্ত্রণ প্রশিক্ষণ ইনস্টিটিউট (Tuberculosis Control and Training Institute) ঢাকার চানখারপুলে ১৯৫৩ সালে প্রাথমিকভাবে যক্ষ্মা হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত এবং পরবর্তীকালে যক্ষ্মা নিরাময় ও নিয়ন্ত্রণের জন্য বিশেষীকৃত হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে রূপান্তরিত। প্যাথোলজিক্যাল ও এক্সরে সুবিধা ছাড়াও এখানে প্রতিদিন প্রায় ২৫০ জন রোগী চিকিৎসা ও বিশেষজ্ঞের সেবা পায়। সুপারিনটেনন্ডেটই প্রধান কর্মকর্তা এবং তাকে সহযোগিতা করেন ৯ জন পূর্ণকালীন ডাক্তার, ২ জন নার্স ও ৭ জন স্বাস্থ্যকর্মী।
রোগনির্ণয় ও আরোগ্য শাখাগুলি ছাড়াও ইনস্টিটিউটের রয়েছে উন্নত যন্ত্রপাতি, প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি ও রেডিওলজি বিভাগ এবং সমাজকল্যাণ বিভাগ। সমাজকল্যাণ অধিদপ্তরের অধীনে গঠিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘রোগী কল্যাণ সমিতি’ কর্তৃক সংগৃহীত অর্থে এখানকার গরীব রোগীরা নানা সাহায্য পেয়ে থাকে। [তানজিনা খান মুন্নী]
আরও দেখুন যক্ষ্মা।