মোয়াজ্জিন

মোয়াজ্জিন  ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা। ১৯২৮ সালে খাদেমুল এন্ছান সমিতির মুখপত্র হিসেবে ফরিদপুর থেকে এটি প্রকাশিত হয়। এর প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সম্পাদক ছিলেন যথাক্রমে জমিদার মোহাম্মদ ইউছুফ আলী চৌধুরী এবং সৈয়দ আবদুর রব। পত্রিকাটি এন.সি মজুমদার কর্তৃক অম্বিকা প্রেস থেকে মুদ্রিত হয়। এর প্রথম সংখ্যা ১৩৩৫ বঙ্গাব্দের (১৯২৮) বৈশাখ মাসে প্রকাশিত হয়। দ্বিতীয় বর্ষে এটি মাসিকপত্র হিসেবে ঘোষিত হলেও মূলত প্রকাশিত হয় ত্রৈমাসিক রূপে। পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মৌলবি মোয়াজ্জেম হোসেন (লালমিয়া)। তিনি ছিলেন ফরিদপুরের দানবীর জমিদার ময়েজউদ্দিন চৌধুরীর জ্যেষ্ঠপুত্র। পত্রিকাটি কোন ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, বরং বাঙালি মুসলমানদের নব জাগরণ ও মুসলিম বাংলা সাহিত্যের উন্নয়নের উদ্দেশ্যেই প্রকাশিত হয়েছিল। তবে এর দৃষ্টিভঙ্গি ছিল অসাম্প্রদায়িক। পত্রিকাটির ব্যাপকতা ও প্রচার বৃদ্ধির লক্ষ্যে তৃতীয় বর্ষে কলকাতার কলেজ স্ট্রিটে এর একটি শাখা কার্যালয় স্থাপিত হয়।

মোয়াজ্জিন  অজ্ঞ জনসমাজকে শুধু লিখিত উপদেশ দেওয়ার জন্যই প্রকাশিত হয়নি। এর মূল উদ্দেশ্য ছিল হাতে-কলমে কাজ করে সমাজের সামনে আদর্শ স্থাপন করা, কুসংস্কারাচ্ছন্ন সমাজকে আলোর পথে নিয়ে আসা, শিক্ষার প্রতি সাধারণ মানুষের মনোযোগ আকৃষ্ট করা, আবশ্যক কর্মের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করা, জাতীয় দুর্বলতা ও অজ্ঞতা সন্ধানপূর্বক তা দূরীকরণের পথনির্দেশ করা এবং উচ্ছৃঙ্খল সমাজকে সুশৃঙ্খল করা। পাশাপাশি ভিক্ষাবৃত্তির উচ্ছেদ করে ও ভিক্ষুকদের ক্ষুদ্র ব্যবসায় উৎসাহিত করার এবং বন্যা-দুর্ভিক্ষে বিপন্ন নর-নারীদের সেবা-শুশ্রূষা করার প্রতি গণচেতনা সৃষ্টির লক্ষ্যেও পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ উদ্দেশ্যে উন্নত  চিন্তাপ্রসূত গল্প, প্রবন্ধ ও কবিতা প্রকাশ করা ছিল পত্রিকাটির একটি বিশেষ বৈশিষ্ট্য। এ পত্রিকায় হিন্দু-মুসলিম অনেক স্বনামধন্য কবি, সাহিত্যিক ও ঔপন্যাসিক নিয়মিত লিখতেন। তাঁদের মধ্যে কবি জসীমউদ্দীন,  কাজী মোতাহার হোসেন,  মুহম্মদ শহীদুল্লাহ্ এবং  কাজী নজরুল ইসলাম এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।  [মোঃ মাসুদ পারভেজ]