মুজাফফরউদ্দীন, মেজর জেনারেল
মুজাফফরউদ্দীন, মেজর জেনারেল সামরিক আইন প্রশাসক ও পূর্ব পাকিস্তানের গভর্নর। প্রেসিডেন্ট আইয়ুব খান ১৯৬৯ সালের ২৫ মার্চ পদত্যাগ করলে সেনাবাহিনী প্রধান জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান পাকিস্তানে সামরিক আইন জারি এবং সংবিধান স্থগিত করেন। প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে তিনি দেশকে ‘ক’ এবং ‘খ’ এ দুই অঞ্চলে বিভক্ত করেন এবং পূর্ব পাকিস্তানের জেনারেল অফিসার কমান্ডিং (জি ও সি) মেজর জেনারেল মুজাফফরউদ্দীনকে ‘খ’ অঞ্চল অর্থাৎ পূর্ব পাকিস্তানের সামরিক আইন প্রশাসক নিয়োগ করেন। একই সাথে তিনি ১৯৬৯ সালের ২৫ মার্চ থেকে ১৯৬৯ সালের ২৩ আগস্ট পর্যন্ত উক্ত প্রদেশের গভর্নরের দায়িত্বও পালন করেন। গভর্নর পদে থাকাকালীন সময়ে তাঁর প্রধান দায়িত্ব ছিল প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসকের নির্দেশ কার্যকর ও গভর্নরের দৈনন্দিন রুটিন কাজ সম্পাদন করা। গভর্নর পদ থেকে অব্যাহতি পাওয়ার পরও তিনি পূর্ব পাকিস্তানের জেনারেল অফিসার কমান্ডিং (জি ও সি) ছিলেন। অতঃপর তাঁকে পশ্চিম পাকিস্তানে কৃষি উন্নযন কর্পোরেশনের চেয়ারম্যান নিয়োগ করা হয়। [আবু জাফর]