মুখার্জী, হরিশচন্দ্র
মুখার্জী, হরিশচন্দ্র (১৮২৪-১৮৬২) সাংবাদিক এবং বাংলার নির্যাতিত নীল-রায়তদের একনিষ্ঠ সমর্থক। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় প্রথম জীবনেই জীবিকার জন্য তাঁকে চাকরির খোঁজ করতে হয়। সামরিক অডিটর জেনারেলের অফিসে চাকরিকালে হরিশচন্দ্র আইন-শাস্ত্র অধ্যয়ন করেন। ১৮৫২ সালে তিনি বাংলার জমিদারদের সংগঠন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর (প্রতিষ্ঠা ১৮৫১) সদস্য হন। হরিশচন্দ্র মুখার্জী হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন এবং পরে এর স্বত্বাধিকারী হন। সমসাময়িক রাজনৈতিক চিন্তাধারায় তাঁর ব্যাপক প্রভাব ছিল। হরিশচন্দ্র বিধবা বিবাহের পক্ষপাতী ছিলেন। তিনি ডালহৌসীর (১৮৪৮-১৮৫৬) স্বত্ব বিলোপ নীতির ঘোর বিরোধিতা করেন। কিন্তু সিপাহী বিপ্লব এর (১৮৫৭) সময় তিনি ব্রিটিশ সরকারকে সমর্থন করেন। ১৮৫৯-৬০ সালে নীল প্রতিরোধ আন্দোলন এর সময় তিনি নীল-রায়তদের (নীল চাষি) দাবির সমর্থনে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। রায়তদের ওপর নীলকরদের অত্যাচার জনসমক্ষে তুলে ধরার জন্য তিনি তাঁর লেখনী ব্যবহার করেন। মাত্র ৩৮ বছর বয়সে ১৮৬২ সালে তাঁর মৃত্যু হয়। [নুরুল হোসেন চৌধুরী]