মির্জা, কাদের বক্স

মির্জা, কাদের বক্স (১৮৯১-১৯৪৫)  রাজনীতিবিদ, আইনজীবী। তিনি ঠাকুরগাঁও জেলার আটোয়ারী থানার মির্জাপুর গ্রামে ১৮৯১ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা উজির আলী মুস্তাজির ছিলেন একজন ভূস্বামী।

কাদের বক্স মির্জাপুর স্কুল থেকে বাল্যশিক্ষা সমাপ্ত করেন। এরপর তিনি জলপাইগুড়ি জিলা স্কুল থেকে এন্ট্রাস এবং কলকাতা প্রেসিডেন্সী কলেজ থেকে ইংরেজিতে অনার্স পাস করেন। অতঃপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ এবং বি.এল ডিগ্রি লাভ করেন। ১৯১৬ সালে দিনাজপুর শহরে আইন ব্যবসা শুরু করেন।

তিনি ১৯২৩-১৯২৯ সাল পর্যন্ত বঙ্গীয় আইন পরিষদের এবং ১৯৩৭-১৯৪৫ পর্যন্ত বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য ছিলেন। ১৯৩৩ সালের ১৮ ফেব্রুয়ারি দিনাজপুরে প্রতিষ্ঠিত খাজা নাজিমউদ্দিন মুসলিম হল অ্যান্ড লাইব্রেরির প্রতিষ্ঠাতা ভাইস-প্রসিডেন্ট ছিলেন। ১৯৩৭ সালের প্রথম দিকে দিনাজপুর জেলা মুসলিম লীগ কমিটি গঠিত হলে তিনি তার সভাপতি নির্বাচিত হন এবং আমৃত্যু সভাপতির পদে বহাল ছিলেন। তিনি দিনাজপুর জেলা বোর্ডের একজন প্রভাবশালী সদস্য এবং ১৯৩৯ সালে দিনাজপুর পৌরসভার প্রথম মুসলমান ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন (১৯৩৯-৪৪)। তিনি ১৯৩৮ সালে রেলওয়ে বোর্ডের সদস্য ও ১৯৪০ সালে দিনাজপুর জেলা পাবলিক প্রসিকিউটর মনোনীত হন।

১৯৪৫ সালের অক্টোবরে ভারতের বিহার প্রদেশের (বর্তমান ঝাড়খন্ড) মধুপুরে তাঁর মৃত্যু হয় এবং সেখানেই তাকে সমাহিত করা হয়।  [মুহম্মদ মনিরুজ্জামান]