মাম্পস

মাম্পস  একটি মারাত্মক ভাইরাসঘটিত সংক্রামক ব্যাধি। প্যারোটিড গ্রন্থিসহ অন্যান্য লালা গ্রন্থির প্রদাহ এ রোগের প্রধান লক্ষণ। শিশুরা মূলত এ রোগে বেশি আক্রান্ত হয়। রোগটির জীবাণুর সুপ্তাবস্থা ১৪-২১ দিন। আক্রান্ত রোগীতে রোগের লক্ষণ একদিন থেকে তিনদিন পর্যন্ত দেখা যায়।

মাম্পস ভাইরাস এক ধরনের নেগেটিভ আরএনএ প্যারামিক্সো ভাইরাস। এই ভাইরাস প্রধানত রক্তের লোহিত কণিকা ধ্বংসের জন্য দায়ী। স্পর্শকাতর প্যারোটিড গ্রন্থির স্ফীতি এ রোগের সাধারণ লক্ষণ। তবে ইডিমা (edema) থাকতে পারে। জ্বর ও ব্যথা অনুভূত হতে পারে, শিশুর ক্ষেত্রে অবশ্য এটি তেমনভাবে প্রকাশ পায় না।

বাংলাদেশসহ অন্যান্য উন্নয়নশীল দেশে এ রোগের প্রকটতা দেখা যায়। এর মূল কারণ অস্বাস্থ্যকর পরিবেশে জীবনযাপন, নিম্নমানের খাদ্যগ্রহণ, অশিক্ষা, স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার অভাব ইত্যাদি। এ রোগের চিকিৎসা ও প্রতিকারে মাম্পস ভাইরাস টিকা নিরাপদ এবং ব্যাপকভাবে কার্যকর। প্রতিরোধের জন্য টিকা সাধারণত এক বছরের উপরের শিশুকে এককভাবে কিংবা অন্যান্য টিকার সঙ্গে প্রয়োগ করা হয়।  [শামীম জুবায়ের]