মাখজান-ই-আফগানী

মাখজান-ই-আফগানী  খাজা নিমাতুল্লাহ রচিত ভারতে আফগান শাসকদের ইতিহাস গ্রন্থ। এই লেখকেরই আর একটি গ্রন্থ হলো তারিখ-ই-খান জাহানী ওয়া মাখজান-ই-আফগানী। মাখজান-ই-আফগানী ১৮২৯ সালের প্রথম দিকে ডর্ন (একটি আমেরিকান পাবলিশার) কর্তৃক ইংরেজি ভাষায় অনূদিত হয় এবং সুধী সমাজে এটি বহুল পরিচিতি লাভ করে। আধুনিক পন্ডিতগণ তারিখ-ই-খান জাহানী ও মাখজান-ই-আফগানীর শনাক্তীকরণে দ্বিধাবিভক্ত। হেনরী ইলিয়ট, এ. হালিম প্রমুখের মতে বই দুটি এক ও অভিন্ন; এদের মধ্যে শুধু নামকরণে ভিন্নতা পরিদৃষ্ট হয়। অপর দিকে অন্যান্যরা, যেমন এস.এম ইমামুদ্দীনসহ কেউ কেউ মনে করেন, বই দুটি পৃথক। বাংলায় আফগান শাসকদের ইতিহাস জানার জন্য গ্রন্থটি খুবই গুরুত্বপূর্ণ উৎস। [আবদুল করিম]