মন্ডল

মন্ডল  জ্যামিতিক পবিত্র চক্র বা নকশা, যা তান্ত্রিকরা ধ্যান করার সময় ব্যবহার করে। বৈদিক কর্মকান্ড (যেমন অগ্নিচয়ন) এবং প্রাচীন বৌদ্ধ তান্ত্রিক গ্রন্থে (যেমন মঞ্জুশ্রীমূলকল্পে, ৭৫০) এর উল্লেখ আছে। বৌদ্ধ এবং হিন্দু উভয় তান্ত্রিকবাদে মন্ডলের ব্যবহার আছে। তবে হিন্দু তান্ত্রিকবাদে অতিরিক্ত কিছু জ্যামিতিক নকশার উল্লেখ পাওয়া যায়, যেমন যন্ত্র এবং চক্র।

মন্ডলগুলি নানা মাধ্যমে দেখা যায়। যেমন বইয়ের বর্ণনায়, রেশমি কাপড়ে চিত্রিত অবস্থায়, রঙিন পাউডারে অঙ্কিত অবস্থায়, প্রস্তরে ত্রি-মাত্রিক নির্মাণে বা কেবল ব্রতচারীর কল্পনায় প্রত্যক্ষীকৃত অবস্থায়। অতীতের মহাজাগতিক ও ভৌতিক ভাবের আবাহন করে মন্ডলের কেন্দ্রস্থলে একজন বিশেষ দেবতাকে প্রতিষ্ঠিত করা হয়। তাঁর চতুর্দিকে থাকে তাঁর পারিষদবর্গ। তান্ত্রিক বৌদ্ধধর্মে প্রায়ই দেখা যায় দেবতা একজন নারীকে তাঁর বক্ষে ধারণ করে আছেন। এ দৃশ্যের মাধ্যমে পার্থিব জীবন ও মুক্তি বা নির্বাণের একাত্মতা ঘোষণা করা হয়। মন্ডলে অঙ্কিত আরও অনেক প্রতীকে এ বিষয়টি প্রতিফলিত হয়। তান্ত্রিকরা গভীর ধ্যানে মন্ডলের উদ্ভব ও পুনরায় আত্তীকরণের মাধ্যমে এই অদ্বৈততা অনুভব করার চেষ্টা করে। যখন অদ্বৈততার প্রকাশ ঘটে তখন মন্ডলের মধ্যকার রুদ্রমূর্তি দেবতাও শূন্যতায় পর্যবসিত হয়।  [রবার্ট এ ইয়েলে]