মধুমতি ব্যাংক লিমিটেড
মধুমতি ব্যাংক লিমিটেড বাংলাদেশের বেসরকারি খাতে চতুর্থ প্রজন্মের একটি বাণিজ্যিক ব্যাংক। ১৯৯৪ সালের কোম্পানি আইনের আওতায় নিবন্ধিত হয়ে ৯ জুন ২০১৩ তারিখে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাভ করে। একই বছরের সেপ্টেম্বর মাসের ১৯ তারিখে ২০,০০০ মিলিয়ন টাকার অনুমোদিত মূলধন এবং ৪,৫২০ মিলিয়ন টাকার পরিশোধিত মূলধন নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। ব্যাংকটির পরিচালনাভার ২১ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের ওপর ন্যস্ত।
২০১৮ হতে ২০২০ সালের জুন মাস পর্যন্ত সময়ে ব্যাংকটির অর্থনৈতিক খাতভিত্তিক অবদান নিম্নের তালিকায় উপস্থাপন করা হলো।
মৌল তথ্য ও পরিসংখ্যান (মিলিয়ন টাকা)
বিবরণ | ২০১৮ | ২০১৯ | ২০২০ |
অনুমোদিত মূলধন | ২০,০০০ | ২০,০০০ | ২০,০০০ |
পরিশোধিত মূলধন | ৪,৫২০ | ৪,৭৪৬ | ৫,০০৭ |
রিজার্ভ | ১,৭৩৭ | ১৮৫৪ | ৩,৫৫৩ |
আমানত | ৩৭,৭৪৪ | ৫০,১২১ | ৫৪,৯৫৪ |
(ক) তলবি আমানত | ৬,২১২ | ৬২৪৩ | ৮৬৫৭ |
(খ) মেয়াদি আমানত | ৩১,৫৩২ | ৪৩,৮৭৮ | ৪৬,২৯৭ |
ঋণ ও অগ্রিম | ২,৯৪৮০ | ৪২,৫০৭ | ৩৮,০৭০ |
বিনিয়োগ | ৫,০৮৬ | ১৩,১৬৩ | ২১,৪৬৩ |
মোট পরিসম্পদ | ৫১,৩০৪ | ৭১,১২৭ | ৭২,৯১৫ |
মোট আয় | ২,৮০৭ | ৩,১০৫ | ৩,৮১৬ |
মোট ব্যয় | ৮৬৫ | ১,০২৮ | ১,১৮৫ |
বৈদেশিক মুদ্রা ব্যবসা পরিচালনা | ৪,০৪৮৪ | ৪৫,৮৪৩ | ৪৩,২৫৬ |
(ক) রপ্তানি | ২০,০০৫ | ২০,৮৫৯ | ২১,৫৪৮ |
(খ) আমদানি | ২০,০৪০ | ২৩,৬৫৭ | ২০,৯৭০ |
(গ) রেমিট্যান্স | ৪৩৮ | ১,৩২৭ | ৭৩৮ |
মোট জনশক্তি (সংখ্যায়) | ৬২৪ | ৬৭০ | ৭০০ |
(ক) কর্মকর্তা | ৪৯০ | ৫২৮ | ৫৫১ |
(খ) কর্মচারি | ১৩৪ | ১৪২ | ১৪৯ |
বিদেশি প্রতিসংগী ব্যাংক (সংখ্যায়) | ১৫০ | ১৫২ | ১৬৩ |
শাখা (সংখ্যায়) | ৩৫ | ৪১ | ৪৪ |
(ক) দেশে | ৩৪ | ৪১ | ৪৪ |
(খ) বিদেশে | ০ | ০ | ০ |
কৃষিখাতে | |||
ক) ঋণ বিতরণ | ৩৮ | ৩৩ | ২৬ |
খ) আদায় | ১২ | ৪ | ৬ |
শিল্প খাতে | |||
ক) ঋণ বিতরণ | ১,৬১০ | ১১,১৬৪ | ১,১০৬ |
খ) আদায় | ৪৫০০ | ৯,৪৩৫ | ৭৮৪ |
খাত ভিত্তিক ঋণের স্থিতি | |||
ক) কৃষি ও মৎস্য | ৩৮ | ২৬১ | ৩০০ |
খ) শিল্প | ৮,৫৯১ | ১২,২০২ | ৭,৫৭৩ |
গ) ব্যবসা-বাণিজ্য | ৬,২৭৮ | ৮,০২৮ | ৫,৭৪৪ |
ঘ) দারিদ্র্য বিমোচন | ০.১ | ০.০ | ০.০ |
ঙ) সি.এস.আর | ২০ | ২৩ | ৩০ |
উৎস আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার, বার্ষিক প্রতিবেদন ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১।
২০২০ সালে ব্যাংকটির আমানত ব্যাংকিং খাতের মোট আমানতের ০.৩৯ শতাংশ এবং ঋণ ও অগ্রিমের পরিমাণ ছিল ব্যাংকিং খাতের মোট ঋণ ও অগ্রিমের ০.৩২ শতাংশ। জুন ২০২০ ভিত্তিক আমানত এবং ঋণ ও অগ্রিমের গড় সুদ হার ব্যবধান ৩.৩ শতাংশ। [মোহাম্মদ আবদুল মজিদ]