মজুমদার, বিজয়চন্দ্র

বিজয়চন্দ্র মজুমদার

মজুমদার, বিজয়চন্দ্র (১৮৬১-১৯৪২)  কবি, লেখক, অনুবাদক। ১৮৬১ সালের ২৭ অক্টোবর ফরিদপুর জেলার খানাকুল গ্রামে তাঁর জন্ম। তিনি কলকাতার মেট্রোপলিটন কলেজ থেকে বিএ (১৮৮৫) ও বিকম (১৮৯৫) পাস করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন পেশা গ্রহণ করেন। তিনি উড়িষ্যার সোনারপুরের রাজার আইন উপদেষ্টা, পুরী জেলা স্কুলের শিক্ষক (১৮৮৭), সম্বলপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক (১৮৯১), সম্বলপুর ও কলকাতা হাইকোর্টের উকিল এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের অধ্যাপক পদে দায়িত্ব পালন করেন।

বিজয়চন্দ্র শিক্ষা ও কর্মজীবনে একাধিক ভাষা আয়ত্ত করেন। সংস্কৃত, পালি, তামিল, তেলেগু, উড়িয়া, বাংলা ও ইংরেজি ভাষায় তাঁর ব্যুৎপত্তি ছিল। তিনি  কলকাতা থেকে প্রকাশিত বঙ্গবাণী (১৯২১-২৭), শিশুসাথী (১৯২৮-৩২) ও বাংলা (১৯৩২) নামে তিনটি পত্রিকা সম্পাদনা করেন। সাহিত্যের অঙ্গনে কবি হিসেবেই তাঁর সর্বাধিক পরিচিতি; তবে ইতিহাস ও পুরাতত্ত্ব বিষয়েও তাঁর গভীর পান্ডিত্য ছিল এবং এ বিষয়ে তাঁর গ্রন্থও আছে। ব্যঙ্গ কবিতা রচনায় তিনি পারদর্শী ছিলেন। কবিতা (১৮৮৯), যুগপূজা (১৮৯২), ফুলশর (১৯০৪), যজ্ঞভস্ম (১৯০৪), পঞ্চকমলা (১৯১০) তাঁর কাব্যগ্রন্থ; থেরীগাথা (১৯০৫), গীতগোবিন্দ (১৯০৬), সচ্চিদানন্দ গ্রন্থাবলী (১৯২৬) পালি, সংস্কৃত ও ওড়িয়া থেকে অনূদিত গ্রন্থ এবং প্রাচীন সভ্যতা (১৯১৫) ও ভারতবর্ষের ইতিহাস (১৯১৯) তাঁর ইতিহাসবিষয়ক গ্রন্থ। তিনি ইংরেজিতে Elements of Social Anthropology, Aborigines of Central India, Orissa in the Making, History of the Bengali Language (১৯২০) রচনা করেন। বিজয়চন্দ্র বৃদ্ধবয়সে চক্ষূরোগে আক্রান্ত হয়ে অন্ধত্ব বরণ করেন এবং ১৯৪২ সালের ৩০ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।  [প্রফুল্লকুমার ভাবুক]