মগবাজার
মগবাজার ঢাকার একটি এলাকার নাম। স্থানটি ঢাকা শহরের কেন্দ্রস্থল থেকে পূর্ব দিকে অবস্থিত। মগবাজারের পশ্চিমে ইস্কাটন, দক্ষিণে রমনা, উত্তরে তেজগাঁও এবং পূর্বে মালিবাগ-সিদ্ধেশ্বরী এলাকা। মগ তথা বর্মী বংশোদ্ভুতদের নাম হতে মগবাজার এলাকার নামকরণ হয়েছে।
মগবাজারের সঙ্গে জড়িয়ে আছে চট্টগ্রামের মগদের স্মৃতি। মগরা বারবার বাংলা আক্রমণ করেছে। ১৬২০ খ্রিস্টাব্দে তারা প্রথম ঢাকা আক্রমণ করে। তৎকালীন মুগল সুবাদার ইব্রাহিম খান ফতেহ্জঙ্গ মগদের পরাজিত করে তাদের প্রায় চার হাজার যুদ্ধ নৌকা দখল করে নেন। সুবাদার দ্বিতীয় ইসলাম খাঁর সময়ে (১৬৩৫-৩৯ খ্রি.) চট্টগ্রামে নিযুক্ত আরাকানের রাজার ভ্রাতুষ্পুত্র ও গভর্নর মুকুট রায় ইসলাম ধর্ম গ্রহণ করে সুবাদারের নিকট আত্মসমর্পণ করেন। ইসলাম খাঁ তাদের ঢাকার যে স্থানে বসতি স্থাপনের অনুমতি দেন সে এলাকাই মগবাজার নামে পরিচিতি লাভ করে।
ভিন্ন মতে, উনিশ শতকে আরাকান থেকে অনেক মগ ব্রিটিশ রাজ্যে আশ্রয় গ্রহণ করেছিল। তাঁদের একজন ছিলেন মগ সর্দার কিং ব্রিং। তাঁর সঙ্গে ছিল প্রায় পঞ্চাশজন মগ আশ্রয়প্রার্থী। মগ আশ্রয়প্রার্থীরা ঢাকার যে স্থানে এসে বসবাস শুরু করে তাই মগবাজার নামে পরিচিত হয়ে ওঠে। ইংরেজ সরকারের নিকট থেকে মগরা মাসে বারো টাকা হারে ভাতা পেতো। উনিশ শতকের শেষ ভাগেও ঢাকার মগবাজার ছিল নিবিড় অরণ্য, হিংস্র প্রাণীর বিচরণ ক্ষেত্র। [ফজিলাতুন নেছা]
গ্রন্থপঞ্জি Azimusshan Haider, Dacca: History and Romance in Place Names, Dacca , 1967; নির্মল গুপ্ত, ঢাকার কথা, কলকাতা, ১৯৪০।