ভেটেরিনারী সায়েন্স

ভেটেরিনারী সায়েন্স (Veterinary Science) ভেটেরিনারী সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা যা ভেটেরিনারী মেডিসিন নামেও ব্যাপকভাবে পরিচিত।এটি বৃহত্তর জীববিদ্যার একটি শাখা, যেখানে গৃহপালিত ও বণ্য প্রাণীর স্বাস্থ্যকে প্রভাবিত করে এমন রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন, রোগ সনাক্তকরণ, রোগসংক্রমণ ও চিকিৎসা বিষয় অন্তর্ভুক্ত। এ ছাড়াও ভেটেরিনারী সায়েন্স প্রাণিপালন, প্রাণিপ্রজনন, প্রাণিপুষ্টি এবং জুনোটিক রোগসমূহ (যে সকল প্রাণী রোগ মানুষের মাঝে সংক্রমিত হয়) প্রতিরোধের সাথে সম্পর্কিত।প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় যে নিওলিথিক যুগেও (৩৪০০-৩০০০ খ্রিস্টপূর্বাব্দ) ভেটেরিনারী সায়েন্স এর পদ্ধতিগুলি প্রয়োগ করা হত। অষ্টাদশ শতকে যখন ইউরোপ জুড়ে বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানগুলি স্থাপিত হয়েছিল তখন ভেটেরিনারী সায়েন্স একটি আধুনিক ভিন্ন বিশেষায়িত শিক্ষা হিসবে স্বীকৃতি লাভ করে। সে সময় থেকেই এ বিষয়টি একটি জটিল ও অগ্রগন্য বিষয় ভিত্তিক শিক্ষা হিসেবে বিকাশ লাভ করতে থাকে, এবং অপেক্ষাকৃত দীর্ঘ সময় ধরে শিক্ষালাভের প্রয়োজনীয়তা দাবী করে ও একটি দক্ষ পেশা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। ভেটেরিনারী সায়েন্স প্রধানত প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় এবং বিভিন্ন সংক্রামক রোগের বিরূদ্ধে টিকা প্রদান, প্রাণিপালন ও প্রজনন কৌশল ছাড়াও সংক্রামিত বা অসুস্থপ্রাণীকে চিকিৎসা সেবা প্রদান করে থাকে। যখন প্রয়োজন হয় ভেটেরিনারীয়ানগন প্রাণী দেহে অস্ত্রোপচারও করে থাকে। প্রাণীর মালিককে প্রাণীর সাধারণ যত্ন, রোগের অবস্থা, রোগ সংক্রামন এবং চিকিৎসা বিষয়ে পরামর্শ প্রদান করেন।

ভেটেরিনারী সায়েন্স গ্র্যাজুয়েটদেও ভেটেরিনারীয়ান বলা হয়ে থাকে, যারা, মানুষের খাদ্য উৎপাদনের সাথে সংশ্লিষ্ট প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে খাদ্যনিরাপত্তা বিষয়ে ভুমিকা রেখে থাকে। ভেটেরিনারী সায়েন্স কোর্সের পাঠ্যক্রমের মধ্যে প্রধান বিষয়গুলি হলো এনাটমি, ফিজিওলজী, ইপিডিমিওলজী, ফারমাকোলজী, মাইক্রবায়োলজী, প্যাথোলজী, প্যরাসাইটোলজী, প্রাণীআচরণবিদ্যা, প্রাণিপালন, কোষবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, প্রজনন কৌশলও জনস্বাস্থ্য। বর্তমানে ভেটেরিনারি সাইন্স শুধুমাত্র গৃহপালিত ও পোষাপ্রাণী বা পাখির রোগের চিকিৎসা এবং রোগ নিয়ন্ত্রণের কাজই করে না, সাম্প্রতিককালে ভেটেরিনারি সাইন্স ফুড এনিমেল মেডিসিন, ল্যাব. এনিমেল মেডিসিন, জু এনিমেল মেডিসিন, ওয়াইল্ড এনিমেল মেডিসিন, ভেটেরিনারি পাবলিক হেলথ, জুনোসিস এবং এ্যাকোয়াটিক মেডিসিন নিয়েও কাজ করছে। [মো. গিয়াসউদ্দিন]