ভাষা-সাহিত্য পত্র
ভাষা-সাহিত্য পত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে প্রকাশিত একটি গবেষণামূলক পত্রিকা। বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক গবেষণা-প্রবন্ধ এতে প্রকাশিত হয়। বাংলা একাডেমীর অর্থানুকূল্যে বিভাগীয় প্রধান অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলামের সম্পাদনায় এর প্রথম সংখ্যা (বৈশাখ-আশ্বিন, ১৩৮০) প্রকাশিত হয় ১৯৭৩ সালে। পরে বিশ্ববিদ্যালয়ের অর্থায়নেই পত্রিকাটি প্রকাশিত হয়েছে।
পত্রিকাটি প্রথমে ষাণ্মাসিক হিসেবে ঘোষিত হলেও দ্বিতীয় সংখ্যা থেকে এটি বার্ষিক সংখ্যায় পরিণত হয় এবং বিভাগীয় প্রধানগণ তিন বছর মেয়াদকালে এর সম্পাদনার দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সাল পর্যন্ত পত্রিকাটির মোট ২৫টি সংখ্যা প্রকাশিত হয়েছে। [মহাম্মদ দানীউল হক]