ভদন্ত
ভদন্ত থেরবাদী বৌদ্ধ সন্ন্যাসীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপক সম্বোধন। এর প্রতিশব্দ ভদ্দন্ত, ভন্তে, ভদন্তে ইত্যাদি। শব্দটির বাংলা অর্থ ভক্তিভাজন, শ্রদ্ধেয়, পূজনীয় প্রভৃতি। অভিনন্দনজ্ঞাপক বাক্য ‘ভদ্দং তে’ ‘আপনাকে অভিনন্দন’ এ সম্বোধন থেকে ‘ভদন্ত’ শব্দের উৎপত্তি। বিশেষত ধর্মীয় শ্রদ্ধাবোধে সম্মান জ্ঞাপনার্থে ভদন্ত বা ভন্তে শব্দের বহুল ব্যবহার দেখা যায়।
পালি সাহিত্যে বুদ্ধকে সম্বোধন করতে ‘ভদন্ত’ বা ‘ভন্তে’ শব্দ ব্যবহারের রীতি প্রচলিত আছে। থেরবাদ অধ্যুষিত দেশে বৌদ্ধ জনসাধারণ ভিক্ষুদের সম্বোধন করতে ‘ভন্তে’ শব্দ ব্যবহার করে। ঢাকা ও চট্টগ্রামের থেরবাদী বৌদ্ধরা বৌদ্ধ ভিক্ষুদের সম্বোধনকালে এ শব্দটি ব্যবহার করেন। [রেবতপ্রিয় বড়ুয়া]