ভট্টাচার্য, সন্তোষচন্দ্র

সন্তোষচন্দ্র ভট্টাচার্য

ভট্টাচার্য, সন্তোষচন্দ্র (১৯১৫-১৯৭১)  শিক্ষক, পন্ডিত এবং শহীদ  বুদ্ধিজীবী। তিনি ঢাকা জেলার নওয়াবগঞ্জ উপজেলাধীন যন্ত্রৈল ইউনিয়নে ১৯১৫ সালের ৩০ আগস্ট এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। সন্তোষচন্দ্র ভট্টাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৭ সালে ইতিহাসে বি.এ অনার্স এবং পরবর্তী বছর এম.এ পরীক্ষায় উত্তীর্ণ হন।

সন্তোষচন্দ্র ভট্টাচার্য ১৯৩৯ সালে প্রভাষক হিসেবে জগন্নাথ কলেজ এ তাঁর কর্মজীবন শুরু করেন এবং ১৯৪৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। ১৯৬০-এর দশকে তিনি এই বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। সংস্কৃত সাহিত্য এবং প্রাচীন বাংলা ও ভারতের ইতিহাসের পন্ডিত ভট্টাচার্য একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও পন্ডিত হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচিত ছিলেন।

মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানপন্থী মিলিশিয়াদের হাতে ১৪ ডিসেম্বর (১৯৭১) তিনি নিহত হন। সন্তোষচন্দ্র ভট্টাচার্য সংস্কৃত ভাষা ও প্রাচীন বাংলার ইতিহাস বিষয়ে ছিলেন একজন যশস্বী পন্ডিত। [রতনলাল চক্রবর্তী]