বোস্তামি কাছিম
বোস্তামি কাছিম Testudines বর্গের Trionychidae গোত্রের স্বাদুপানির এক কাছিম প্রজাতি Aspideretes nigricans (=Trionyx nigricans)।
এটি কেবল চট্টগ্রাম শহরে সুলতান আল-আরেফিন বায়েজিদ হযরত বোস্তামির দরগাহর পুকুরেই আছে। এখানকার কচ্ছপগুলি দুধরনের রং প্রদর্শন করে; একটির ক্যারাপেস গাঢ়-বাদামি থেকে কালো, অন্যটির ধূসর-সবুজ (জলপাই রং)। শাবকদের ক্যারাপেস প্রধানত হালকা জলপাই রঙের, তবে কিনারগুলি কালচে। পূর্ণবয়স্ক কাছিমের ক্যারাপেসের দৈর্ঘ্য ৩৯-৭৮ সেমি ও প্রস্থ ৩৩-৭১ সেমি; ওজন হয় ৭-৫৪ কেজি পর্যন্ত। পুরুষ কাছিম সাধারণত আকারে বড়। ১৯৯০ সালের ডিসেম্বরে কাছিম সংখ্যা ছিল প্রায় ৪০০।
প্রাচীন তথ্যাদি থেকে জানা যায় যে, এ জাতের কাছিম ব্রহ্মপুত্র নদ ও আরাকানের মধ্যবর্তী একটি এলাকায় বাস করত। ফেব্রুয়ারি-মার্চ ডিম পাড়ার সময়। ডিমের গড়সংখ্যা ১৬-২৪, উপ্তিকাল ৯৬-১০৬ দিন। এ কচ্ছপ এখন চরম বিপন্ন এক প্রজাতি। ধর্মীয় কারণে স্থানীয় বাসিন্দাদের দ্বারা এবং দেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এটি সুরক্ষিত। [মোঃ ফরিদ আহসান]