বোয়ালিয়া থানা

বোয়ালিয়া থানা (রাজশাহী মোট্রোপলিটন)  আয়তন: ৩১.৬৯ বর্গ কিমি। অবস্থান: ২৪°২১´ থেকে ২৪°২৩´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°২৮´ থেকে ৮৮°৩৮´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে পবা উপজেলা এবং শাহমখদুম থানা, দক্ষিণে গঙ্গা (পদ্মা) নদী এবং পবা উপজেলা, পূর্বে মতিহার থানা ও পবা উপজেলা, পশ্চিমে রাজপাড়া থানা ও পবা উপজেলা।

জনসংখ্যা ১৭১২৫২; পুরুষ ৯০৫০০, মহিলা ৮০৭৫২। মুসলিম ১৫৭৯৪০, হিন্দু ১২৮৩৯, বৌদ্ধ ৩২৯, খ্রিস্টান ৩৮ এবং অন্যান্য ১০৬।

প্রশাসন বোয়ালিয়া থানা গঠিত হয় ১৯৮৭ সালে।

থানা
ওয়ার্ড ও ইউনিয়ন মহল্লা জনসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
শহর গ্রাম শহর গ্রাম
১৬+৩ (আংশিক) ৮২ ১৭১২৫২ - ৫৪০৪ ৬৯.৩৪ -
ওয়ার্ড ও ইউনিয়ন
ওয়ার্ড নম্বর ও ইউনিয়ন আয়তন (বর্গ কিমি) লোকসংখ্যা শিক্ষার হার (%)
পুরুষ মহিলা
ওয়ার্ড  নং-৮ ১.৮৬ ৫৮৩৭ ৫৪৩৩ ৮৫.২২
ওয়ার্ড  নং-৯ ১.১০ ৫৬৬২ ৪৮৬৭ ৭৪.৮৬
ওয়ার্ড  নং-১০ (আংশিক) ০.৩০ ২৫৩৩ ২৪৩১ ৭৩.২৬
ওয়ার্ড  নং-১১ ০.৫৭ ৪৭৩১ ৪৫৪৩ ৬৬.৬৩
ওয়ার্ড  নং-১২ ১.৯৪ ৫৫৮৩ ৪২৫২ ৭৭.৭৯
ওয়ার্ড  নং-১৩ ২.২৪ ৪৫৮২ ৪২১৯ ৭৭.৩১
ওয়ার্ড  নং-১৪ (আংশিক) ০.৫৫ ১৬৮৯ ১৪৯৫ ৭৩.১২
ওয়ার্ড  নং-১৫ ২.৪০ ৫৩৮৪ ৫১১১ ৭৯.৯০
ওয়ার্ড  নং-১৬ ৩.৭৪ ৬৫৭৫ ৫৪২৭ ৬৬.৯৬
ওয়ার্ড  নং-১৮ (আংশিক) ০.১১ ৬৭৮ ৫৯১ ৫৩.০৩
ওয়ার্ড  নং-১৯ ৩.১২ ৪৭৪১ ৪১৩৬ ৬৫.৬২
ওয়ার্ড  নং-২০ ৪.৮৩ ৬৭৭৬ ৬০০৭ ৬১.২৫
ওয়ার্ড  নং-২১ ১.৩৪ ৬৫৩৪ ৫৯৯১ ৫২.৪২
ওয়ার্ড  নং-২২ ০.৮২ ৪৩৭১ ৩৭১৭ ৭৩.৩৪
ওয়ার্ড  নং-২৩ ১.৪৪ ৪৯৯০ ৪৪৫৭ ৬৬.৩৬
ওয়ার্ড  নং-২৪ ১.১০ ৩৭৩৮ ৩৫৬২ ৭৯.৪৭
ওয়ার্ড  নং-২৫ ১.১৬ ৪১২৯ ৩৮২৮ ৬৭.৩৫
ওয়ার্ড  নং-২৬ ১.৯৫ ৬২৯৫ ৫৪৮৯ ৫৪.৩৮
ওয়ার্ড  নং-২৭ ১.১২ ৫৬৭২ ৫১৯৬ ৬৯.১৩

সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ হযরত শাহ মখদুম (রা.) মাযার (১৬৪৫), বড়কুঠি (অষ্টাদশ শতাব্দী)।

ধর্মীয় প্রতিষ্ঠান  মসজিদ ৪৫, মন্দির ৭, গির্জা ১, মাযার ১। উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান: সাহেব বাজার বড় মসজিদ, শাহ মখদুম (রা.) মাযার, হাতেম খাঁ বড় মসজিদ, মালোপাড়া শাহী মসজিদ, ধর্মসভা মন্দির (মিয়াপাড়া), কালীতলা মন্দির (ফুদকিপাড়া), কালীমন্দির (সাহেব বাজার), খ্রিস্টান মিশনারী গির্জা।

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৬৯.৩৪%; পুরুষ ৭৫.৩৯%, মহিলা ৬৬.৪৩%। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজ (১৮৭৩), রাজশাহী মেডিক্যাল কলেজ (১৯৪৯), রাজশাহী কলেজিয়েট স্কুল (১৮২৮), পি এন বালিকা মাধ্যমিক বিদ্যালয় (১৮৮৬)।

পত্র-পত্রিকা ও সাময়িকী বর্তমান: দৈনিক বার্তা, দৈনিক সোনালী সংবাদ, দৈনিক সোনার দেশ, দৈনিক প্রথম প্রভাত, দৈনিক লাল গোলাপ, দৈনিক উপচার, দৈনিক পদ্মার বাণী, দৈনিক সান-সাইন, সাপ্তাহিক দুনিয়া, সাপ্তাহিক রাজশাহী বার্তা, সাপ্তাহিক গণখবর, সাপ্তাহিক ধরণী, মাসিক উত্তর জনপদ। অবলুপ্ত: সাপ্তাহিক হিন্দু রঞ্জিকা, সাপ্তাহিক রাজশাহী সংবাদ, সাপ্তাহিক জ্ঞানাঙ্কুর, মাসিক শিক্ষা পরিচয়।

সাংস্কৃতিক প্রতিষ্ঠান ক্লাব ৬০, লাইব্রেরি ১০, জাদুঘর ১, নাট্যমঞ্চ ১, নাট্যদল ৯, সিনেমা হল ৪, মহিলা সংগঠন ২০, খেলার মাঠ ১০।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৩.৩৩%, অকৃষি শ্রমিক ২.১২%, ব্যবসা ২৮.১৪%, পরিবহণ ও যোগাযোগ ৯.৭০%, চাকরি ৩২.৭৩%, নির্মাণ ৩.৭৪%, ধর্মীয় সেবা ০.১৫%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ২.১১% এবং অন্যান্য ১৭.৯৮%।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৩৪.২৫%, ভূমিহীন ৬৫.৭৫%।

প্রধান কৃষি ফসল ধান, পাট, আখ, শাকসবজি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি তিল, কাউন, তিসি, অড়হর।

প্রধান ফল-ফলাদি আম, জাম, কাঁঠাল, লিচু, কলা।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, গরু ও ঘোড়ার গাড়ি।

শিল্প ও কলকারখানা সিল্ক ইন্ডাস্ট্রি, ওয়েলডিং কারখানা।

কুটিরশিল্প রেশমশিল্প।

হাটবাজার ও মেলা হাটবাজার ১১, মেলা ১। সাহেব বাজার, শাল বাগান, নিউমার্কেট বাজার। এবং রথ মেলা (কুমারপাড়া) উল্লেখযোগ্য।

প্রধান রপ্তানিদ্রব্য রেশম বস্ত্র, সুতি কাপড়।

বিদ্যুৎ ব্যবহার এ থানার সবক’টি ওয়ার্ড বিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৮৪.০১% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

পানীয়জলের উৎস নলকূপ ৭৩.৩৪%, পুকুর ০.১১%, ট্যাপ ২৫.২১% এবং অন্যান্য ১.৩৪%।

স্যানিটেশন ব্যবস্থা এ থানার ৮৬.৫২% পরিবার স্বাস্থ্যকর এবং ১১.৫০% পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ১.৯৮% পরিবারের  কোনো ল্যাট্রিন সুবিধা নেই।

স্বাস্থ্যকেন্দ্র সরকারি হাসপাতাল ৩, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র ১৭, ডায়াবেটিক হাসপাতাল ১, হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ১, যক্ষ্মা হাসপাতাল ১, টিবি ক্লিনিক ১, চক্ষু হাসপাতাল ১, পশু হাসপাতাল ১।

এনজিও ব্র্যাক, আশা, কেয়ার, কারিতাস, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ।  [সুফিয়া পারভীন]

তথ্যসূত্র  আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।