বেগম, সৈয়দা ফিরোজা
বেগম, সৈয়দা ফিরোজা (১৯২৯-২০০০) প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং সমাজসেবক। ১৯২৯ সালে তিনি কুমিল্লা জেলার চান্দিনায় জন্মগ্রহণ করেন। ১৯৫৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। অতঃপর ঢাকা মেডিকেল হাসপাতালে আবাসিক সার্জন হিসেবে দায়িত্ব পালনের পর তিনি যুক্তরাজ্যে গমন করেন এবং সেখান থেকে তিনি ১৯৬৪ সালে এমআরসিওজি ডিগ্রি সম্পন্ন করেন।
যুক্তরাজ্য থেকে দেশে ফিরে তিনি ঢাকা মেডিকেল কলেজে প্রসূতি ও স্ত্রীরোগ বিষয়ে সহযোগী অধ্যাপক হিসেবে যোদগান করেন। ১৯৬৭ সালে তিনি অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন এবং ১৯৮৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। অতঃপর জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সরকারি চাকুরি থেকে ইস্তফা দেন।
তিনি বাংলাদেশ অব্্সটেট্রিক্যাল এবং গাইনোকোলিজিক্যাল সোসাইটির সভাপতি (১৯৭৮-১৯৮৫), বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) দুই মেয়াদের সভাপতি ছিলেন। ঢাকা শিশু হাসপাতালের চেয়ারম্যান এবং উত্তরা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। তিনি ইন্টারন্যাশনাল ফেডারেশনের প্ল্যান্ড প্যারেন্টহুড রিজিওনাল মেডিকেল কমিটি অব সাউথ এশিয়ার প্রেসিডেন্ট, বাংলাদেশ এসোসিয়েশন ফর সেপটিক এবরশনের এবং বাংলাদেশ এসোসিয়েশন ফর ম্যাটারনাল এবং নিওনেটাল হেলথের প্রেসিডেন্ট ছিলেন। মা, শিশুস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনায় অবদান রাখার জন্য ইন্টারন্যাশনাল ম্যাটারনাল এবং নিওনেটাল হেলথ অরগানাইজেশন তাকে পদক প্রদান করে।
নারী চিকিৎসক হিসেবে অবদান রাখার জন্য তিনি ফিগো পদক প্রাপ্ত হন। তার নিজস্ব অর্থায়নে তিনি কুমিল্লায় নিজ গ্রামে একটি বালিকা উচ্চ বিদ্যালয় এবং মেয়েদের জন্য একটি এতিমখানা প্রতিষ্ঠা করেন।
তিনি ২০০০ সালের ১১ই আগস্ট মৃত্যুবরণ করেন। [এম.কে.আই কাইয়ুম চৌধুরী]