বুলবুলি

বুলবুলি

বুলবুলি  Passeriformes বর্গের Pycnonotidae গোত্রের মাঝারি আকারের অনুজ্জ্বল রঙের যূথচর পাখি।

পালক লম্বা, কোমল ও ফোলানো। ঠোঁট খাটো থেকে মাঝারি, সামান্য বাঁকা। পা খাটো ও দুর্বল। ডানা খাটো ও গোলাকার, লেজ অপেক্ষাকৃত লম্বা। ঘাড়ে লোমসদৃশ পালক, পায়ুর চারপাশের কূর্চ বিকশিত। বাগান, ক্ষেতজমি ও গ্রামের বনেবাদাড়ে বুলবুলির বাস। ফল, ফুলের নির্যাস ও পোকামাকড় প্রধান খাদ্য। কখনও কখনও একসঙ্গে কয়েকটি প্রজাতি ফলগাছে ভিড় জমায়। অধিকাংশেরই বাসন্তী ডাক মধুর। পুরুষ ও স্ত্রী পাখি দৃশ্যত অভিন্ন। গাছের দোডালা, ঝোপ বা নিচু গাছে মাটির কাছে বাসা বানায়। ডিম সংখ্যা ২-৫। উপ্তিকাল ১০-১৫ দিন। সাধারণত স্ত্রী-পাখিই ডিমে তা দেয়। মা ও বাবা দুজনেই বাচ্চার খাদ্য যোগায়।

বাংলাদেশে ১১ প্রজাতির বুলবুলি রয়েছে। এগুলি হলো: সাদাবুক বুলবুলি (Alophoixus flaveolus),

ছাইরঙা বুলবুলি (Hemixos flavala), কালো বুলবুলি (Hypsipetes leucocephalus), পাহাড়ি বুলবুলি (H. mcclellandii), সবুজ বুলবুলি (Iole virescens), কালোমাথা বুলবুলি (Pycnonotus articeps), বুলবুলি (P. cafer), হলদে বুলবুলি (P. flavescens), সিপাহি বুলবুলি (P. jocosus), কালো-চূড়া বুলবুলি (P. melanicterus) ও ঝুঁটিদার ফিঞ্চচঞ্চু বুলবুলি (Spizixos canifrons)।  [মোঃ খলিলুর রহমান]