বুনো কুকুর
বুনো কুকুর (Wild dog) Canidae গোত্রের (বর্গ Carnivora) শিয়াল, খেঁকশিয়াল এবং নেকড়ের এক নিকট জ্ঞাতি। বুনো কুকুর দেখতে বহুলাংশে গৃহপালিত কুকুরের অনুরূপ এবং এজন্য স্থানীয়ভাবে এটি রামকুত্তা, বনকুত্তা এবং লালকুত্তা নামেও পরিচিত। কুকুর ও শিয়ালজাতীয় অন্যান্য মাংসাশী স্তন্যপায়ীর সঙ্গে এর পার্থক্য নিচের চোয়ালে ছয়টি পেষণ দাঁতের (molar teeth) উপস্থিতি, অন্যান্যদের থাকে সাতটি।
বুনো কুকুর, Cuon alpinus-এর দেহের রং লালচে। এরা সামাজিক প্রাণী, দলবদ্ধ হয়ে চলাফেরা করে। একটি দলে থাকতে পারে দু’তিনটি বা তার বেশি সদস্য। তাদের এ সংঘবদ্ধতা বড় শিকার ধরার জন্য সহায়ক। দলের আকারের ওপর ভিত্তি করে অনেক সময় একাধিক দলনেতা থাকতে পারে। সাধারণত দিনের বেলা এরা শিকার খোঁজে, তবে ক্ষুধার্ত থাকলে চাঁদনী রাতেও শিকারের খোঁজে বের হয়। তাদের নিজেদের চেয়ে অনেক বড় প্রাণীও, যেমন মহিষ শিকার করতে এরা দ্বিধাবোধ করে না।
মাংসাশী স্তন্যপায়ীদের মধ্যে বুনো কুকুরদের সংঘবদ্ধতা এবং শিকারের দক্ষতা সবচেয়ে বেশি। তারা দলবদ্ধভাবে শিকারকে তাড়া করে এবং তার দেহের বিভিন্ন অংশ কামড় দিতে থাকে যতক্ষণ না শিকার ক্লান্ত হয়ে পড়ে।
এদের প্রজনন মৌসুম প্রধানত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত। এক সঙ্গে ৪-৬টি শাবক প্রসব করে। বাংলাদেশে বুনো কুকুর বাস করে চট্টগ্রামের পার্বত্য এলাকায় ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে। এদেশে এটি এখন অতি বিপন্ন প্রজাতি। [শরীফ খান]