বুড়ীশ্বর নদী

বুড়ীশ্বর নদী (Burishwar River)  কীর্তনখোলা নদী থেকে উৎপত্তি, বরিশাল-বুড়ীশ্বর নামেও পরিচিত। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দপদপিয়া এই নদীর উৎপত্তি স্থল। উৎপত্তির পর রানীরহাট, হলতা, খয়রাবাদ, বাকেরগঞ্জ, লেবুখালী, আলকি, মির্জাগঞ্জ, কারাবুনিয়া, আয়লা, বুড়াঘাটা, আমতলী ইত্যাদি এলাকার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পটুয়াখালী জেলার আমতলী উপজেলায় বঙ্গোপসাগরে পড়েছে।

প্রকৃতপক্ষে, আড়িয়াল খাঁ নদীরই নিম্নপ্রবাহ হলো বুড়ীশ্বর এবং আড়িয়াল খাঁ থেকেই মূল প্রবাহ পেয়ে থাকে। তেঁতুলিয়া সংযোগ স্থলে আড়িয়াল খাঁ-এর অনেক শাখা-প্রশাখা জালের মতো বিস্তৃত। এরই একটি শাখা বাকেরগঞ্জ উপজেলার মধ্যে প্রবাহিত হয়ে দুই ধারায় বিভক্ত হয়েছে। একটি ধারা লেবুখালী নামে পটুয়াখালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে লাউকাঠি নদীতে পড়েছে। এই ধারাটির স্রোত ক্ষীণ। অন্য ধারাটি বাকেরগঞ্জ, আংগারিয়া, কচা, চিঘাই ও সবশেষে বুড়ীশ্বর নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। চলার পথে এই নদীর সঙ্গে সুবিদখালী আয়লা, গুলিসাখালী, পাংগাসিয়া (গোলবুনিয়া), চরগাছিয়া প্রভৃতি ছোট ছোট নদীর সংযোগ স্থাপিত হয়েছে।

নদীটির মোট দৈর্ঘ্য ১৫৮ কিমি এবং পুরোটাই জোয়ার-ভাটা প্রভাবিত। নদীটির মাঝে মাঝে বাঁক আছে এবং ভাঙনের প্রবণতা রয়েছে। ভাঙনের প্রকোপে আমতলী, সুন্দরপুর (মির্জাগঞ্জ), মাটিভাংগা, কাকড়াবুনিয়া, পাতাকাটা, পোড়াকাটা, গোলবুনিয়া, আংগুলকাটা প্রভৃতি এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভাঙনের পাশাপাশি এই নদীতে চরও সৃষ্টি হয়। তুলনামূলকভাবে পুরাতন চরগুলোতে চাষাবাদ ও বসতি গড়ে উঠেছে। রানীরঘাট, বাকেরগঞ্জ, মির্জাগঞ্জ এবং আমতলী প্রভৃতি উপজেলা বরিশাল-বুড়ীশ্বর নদীর তীরবর্তী উল্লেখযোগ্য স্থান। ইলিশ মাছের জন্যও এই নদী বিখ্যাত।  [মোঃ মাহবুব মোর্শেদ]