বিদ্যাকল্পদ্রুম

বিদ্যাকল্পদ্রুম  বিশ্বকোষ জাতীয় একটি গ্রন্থ। ইংরেজি ও সংস্কৃত ভাষার বিভিন্ন কাব্য-সঙ্কলন এবং অন্যান্য আকরগ্রন্থের ওপর ভিত্তি করে   কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় তেরো খন্ডে এটি রচনা করেন। বাংলা ও ইংরেজি ভাষায় রচিত বলে এর নামকরণ করা হয় Encyclopedia Bengaliansis। এশিয়া, ইউরোপ ও আমেরিকার ইতিহাস, ভূগোল, গণিত ও ধর্মবিষয়ক প্রবন্ধসমূহ এতে অন্তর্ভুক্ত হয়। গ্রন্থটি ১৮৪৬ থেকে ১৮৫১ খ্রিস্টাব্দের মধ্যে প্রকাশিত হয়।

বিদ্যাকল্পদ্রুমের প্রথম খন্ডের নাম রোমান রাজ্যের পুরাবৃত্ত। তৃতীয় খন্ড প্রাচীন মিশরীয় বীরদের কাহিনী নিয়ে পুরাবৃত্ত ও ইতিহাস সার নামে রচিত। চতুর্থ ও ষষ্ঠ খন্ড যথাক্রমে রোম ও মিশরের ইতিহাস এবং অষ্টম খন্ড এশিয়া ও ইউরোপের ভূগোল নিয়ে ভূগোল বৃত্তান্ত নামে রচিত।

কৃষ্ণমোহন মূলত ভারতের ইতিহাস রচনা করতে চেয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন, ভারতের প্রাচীন ইতিহাস পৌরাণিক কাহিনীর ওপর ভিত্তি করে রচিত; অতএব তা সত্য বলে গ্রহণযোগ্য নয়। বিদ্যাকল্পদ্রুমে তিনি একদিকে যেমন ঐতিহাসিক সত্য তুলে ধরেন, অন্যদিকে তেমনি বাঙালি পাঠকদের বিশ্ব ইতিহাস ও ভূগোল সম্পর্কে জ্ঞান লাভের সুযোগ করে দেন।  [ওয়াকিল আহমেদ]