বিচার ব্যবস্থা

বিচার ব্যবস্থা  বাংলাদেশের বিচার বিভাগে রয়েছে উর্দ্ধতন বিচার বিভাগ (সুপ্রীম কোর্ট) এবং অধস্তন বিচার বিভাগ (নিম্ন আদালতসমূহ)।

সুপ্রীম কোর্ট সুপ্রীম কোর্ট হলো দেশের সর্বোচ্চ আদালত। এর রয়েছে দুটি বিভাগ, আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগ। বাংলাদেশের প্রধান বিচারপতি এবং উভয় বিভাগের অন্যান্য বিচারকদের নিয়ে সুপ্রীম কোর্ট গঠিত। প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারকরা সংবিধানের বিধানাবলি সাপেক্ষে তাদের বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারককে নিয়োগ দিয়ে থাকেন। সুপ্রীম কোর্টের বিচারকদের সুপ্রীম কোর্টের আইনজীবীদের মধ্যে থেকে নিয়োগ করা হয়। আপীল বিভাগে নিযুক্ত বিচারকরা প্রধান বিচারপতির সঙ্গে আপীল বিভাগে বসেন। আর হাইকোর্ট বিভাগে নিযুক্ত বিচারকরা  বসেন হাইকোর্ট বিভাগে।

হাইকোর্ট বিভাগের বিচারিক পুনর্বিবেচনার ক্ষমতা রয়েছে। যেকোন সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনের উপর ভিত্তি করে হাইকোর্ট বিভাগ প্রজাতন্ত্রের বিষয়াবলির সঙ্গে সম্পর্কিত কোনো দায়িত্ব পালনরত ব্যক্তিসহ যেকোন ব্যক্তি বা কর্তৃপক্ষকে সংবিধানে নিশ্চয়তা বিধান করা যেকোন মৌলিক অধিকার বলবৎ করার আদেশ বা নির্দেশ দিতে পারেন। মৌলিক অধিকার বলবৎ করার ক্ষেত্রে হাইকোর্ট বিভাগকে মৌলিক অধিকারের কিম্বা সংবিধানের যেকোন অংশের সঙ্গে সঙ্গতিহীন যেকোন আইনকে সঙ্গতিহীনতা জনিত অসিদ্ধ বা বাতিল ঘোষণা করার ক্ষমতা দেয়া হয়েছে। হাইকোর্ট বিভাগের কোম্পানী, জাহাজ ও সমুদ্র সম্পর্কিত মামলা, বৈবাহিক ইস্যু, ট্রেডমার্ক, কপিরাইট ইত্যাদি সম্পর্কিত মামলায়ও মৌলিক এখতিয়ার রয়েছে। কোনো মামলায় জড়িত সংবিধানের ব্যাখ্যা দেয়ার মতো আইনের গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন কিম্বা সাধারণ জনগুরুত্ববপূর্ণ কোনো বিষয় জড়িত থাকলে হাইকোর্ট বিভাগ সেই মামলাটি অধস্তন আদালত থেকে প্রত্যাহার করে নিয়ে নিজ আদালতে নিষ্পত্তি করতে পারে।

হাইকোর্ট বিভাগের আপীল নিষ্পত্তি করার এবং মামলা পুনর্বিবেচনা করার আইনবলে প্রাপ্ত এখতিয়ার রয়েছে। হাইকোর্ট বিভাগ যেখানে সত্যায়ন করে যে মামলায় আইনের এমন এক বড় ধরনের প্রশ্ন জড়িত সেজন্য বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যা দেয়ার প্রয়োজন আছে কিম্বা যেখানে কোনো ব্যক্তিকে মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করে অথবা আদালত অবমাননার জন্য শাস্তি আরোপ করে সেখানে হাইকোর্ট বিভাগের দেয়া রায়, ডিক্রি, আদেশ বা দন্ডাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করার অধিকার থাকে।

বাংলাদেশের সুপ্রীম কোর্টের উভয় বিভাগ হলো কোর্ট অব রেকর্ড বা নথি সংরক্ষণকারী আদালত এবং তাদের আদালত অবমাননা আইন ১৯২৬ এর (এর পরিবর্তে আদালত অবমাননা অধ্যাদেশ ২০০৮, বলবৎ আছে। হাইকোর্ট বিভাগ এই অধ্যাদেশকে অসিদ্ধ বা বাতিল ঘোষণা করেছে। এই বাতিল ঘোষণার বিরুদ্ধে একটি আপিল আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় আছে।) বিধানাবলি সাপেক্ষে তদন্ত করে যেকোন ব্যক্তিকে আদালত অবমাননার জন্য সাজা দেয়ার  ক্ষমতা আছে। আপীল বিভাগের ঘোষিত আইন হাইকোর্ট বিভাগের জন্য অবশ্য পালনীয় এবং সুপ্রীম কোর্টের যেকোন বিভাগের ঘোষিত আইন অধস্তন সকল আদালত মেনে চলতে বাধ্য। দেশের শাসন বিভাগীয় ও বিচার বিভাগীয় সকল কর্তৃপক্ষ সুপ্রীম কোর্টের সাহায্যার্থে কাজ করবে। জাতীয় সংসদ প্রণীত কোনো আইন সাপেক্ষে সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগ ও আপীল বিভাগের রীতিনীতি ও কার্যপদ্ধতি নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে নিয়মবিধি প্রণয়ন করতে পারেন। সুপ্রীম কোর্ট তার কোনো বিভাগের কর্মচারীদের নিয়োগ সম্পর্কিত যেকোন দায়িত্ব এক বা একাধিক বিচারকের হাতে অর্পণ করতে পারেন। কর্মচারীদের চাকরির শর্তাবলি নির্ধারণে জাতীয় সংসদ প্রণীত আইন সাপেক্ষে প্রধান বিচারপতি বা তার ক্ষমতার্পিত অন্য বিচারক বা কর্মকর্তা রাষ্ট্রপতির অনুমোদনক্রমে সুপ্রীম কোর্টের প্রণীত বিধিবিধান অনুযায়ী সুপ্রীম কোর্টের কর্মচারীদের নিয়োগ দিয়ে থাকেন। দেশের সকল অধস্তন আদালত ও আইন বলে গঠিত ট্রাইবুন্যালের উপর হাইকোর্ট বিভাগের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ রয়েছে।

আপীল বিভাগ হাইকোর্ট বিভাগের কিম্বা জাতীয় সংসদ প্রণীত আইনবলে গঠিত অপর কোনো আদালত বা ট্রাইব্যুনালের যথা প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল, অর্পিত সম্পত্তি আপিল ট্রাইব্যুনাল বা ভূমি জরিপ আপিল  ট্রাইব্যুনালের দেয়া রায়, ডিক্রী, আদেশ বা দন্ডাদেশের বিরুদ্ধে আপীল শুনে থাকেন। আপীল শুনানীর উপরোক্ত ক্ষমতা ছাড়াও রাষ্ট্রপতি জনগুরুত্বসম্পন্ন আইনের যেকোন প্রশ্নে আপীল বিভাগের অভিমত চাইলে সেই অভিমত দেয়ার উপদেষ্টামূলক এখতিয়ার এই বিভাগের রয়েছে। আপিল বিভাগের কাছে উপস্থাপিত বা তার বিচারাধীন যেকোন মামলায় পূর্ণ ন্যায় বিচার করার স্বার্থে যেকোন ব্যক্তিকে হাজির হওয়ার কিম্বা যেকোন দলিল প্রকাশ বা উপস্থাপনের নির্দেশ সহ যেকোন নির্দেশ, আদেশ, ডিক্রী বা রিট জারি করার ক্ষমতা আপীল বিভাগের রয়েছে।

অধস্তন দেওয়ানি বিচার বিভাগ  পাঁচ শ্রেণির অধস্তন দেওয়ানি আদালত আছে, যথা সহকারি জজ আদালত, উর্ধতন সহকারি জজের আদালত, যুগ্ম জেলা জজের আদালত, অতিরিক্ত জেলা জজের আদালত ও জেলা জজের আদালত। প্রতিটি জেলায় বিচার বিভাগের প্রধান হলেন জেলা জজ। পাবর্ত্য জেলাগুলোতে যেখানে পৃথক কোনো দেওয়ানি আদালত ছিল না  সেখানে ম্যাজিস্ট্রেটরাই দেওয়ানি আদালতের দায়িত্ব পালন করতেন। তবে সম্প্রতি সেখানে দেওয়ানি আদালত গঠিত হয়েছে এবং কাজ করছে। হাইকোর্ট বিভাগের তত্ত্বাবধান সাপেক্ষে জেলা জজের গোটা জেলার সকল দেওয়ানি আদালতের উপর প্রশাসনিক নিয়ন্ত্রণ  রয়েছে।  জেলা জজের প্রধানত আপীল মামলার বিচার করার ও মামলা পর্যালোচনা করার এখতিয়ার আছে। তবে কোনো কোনো ক্ষেত্রে তার মৌলিক এখতিয়ারও রয়েছে। অতিরিক্ত জেলা জজের এখতিয়ার জেলা জজের এখতিয়ারের মতোই সমবিস্তৃত। তিনি জেলা জজ কর্তৃক তার উপর অর্পিত বিচারিক দায়িত্ব পালন করেন। সহকারি জজ ও অধস্তন জজের প্রদত্ত রায়, ডিক্রী বা আদেশের বিরুদ্ধে আপীল জেলা জজদের কাছে করা হয়। অনুরূপভাবে জেলা জজ সহকারি জজদের প্রদত্ত রায়, ডিক্রী বা আদেশের বিরুদ্ধে আনীত আপিলগুলো যুগ্ম জেলা জজদের কাছে নিষ্পত্তির জন্য পাঠাতে পারেন। যুগ্ম জেলা জজদের দেওয়ানি বিষয়ক সীমাহীন মৌলিক এখতিয়ার রয়েছে।

দেওয়ানি আদালতগুলো উত্তরাধিকার, বিবাহ বা জাতপাত কিম্বা কোনো ধর্মীয় রীতিনীতি বা প্রতিষ্ঠান সম্পর্কিত যেকোন প্রশ্নের নিষ্পত্তিকালে পক্ষগুলো যেখানে মুসলমান সেক্ষেত্রে মুসলিম আইন আর হিন্দু হলে হিন্দু আইন প্রয়োগ করে থাকে। তবে আইনসভা প্রণীত কোনো অধিনিয়মের (Enactment) দ্বারা এ জাতীয় আইনের পরিবর্তন বা বিলোপ ঘটে থাকলে সেসব ক্ষেত্রেই এর ব্যত্যয় ঘটে।

অর্থঋণ আদালত  সরকার অর্থঋণ আদালত আইন, ১৯৯০ এর বিধানাবলির অধীনে প্রতি জেলায় একটি অর্থঋণ আদালত গঠন করেছেন এবং সুপ্রীম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে অধস্তন বিচারকদের এই আদালতের বিচারক পদে নিয়োগ দিয়েছেন। ব্যাংক, বিনিয়োগ কর্পোরেশন, গৃহনির্মাণ ঋণদান সংস্থা, লিজিং কোম্পানি ইত্যাদির মতো অর্থলগ্নি প্রতিষ্ঠান এবং অর্থলগ্নি প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর বিধানাবলির অধীনে গঠিত ব্যাংক বহির্ভূত অর্থ প্রতিষ্ঠানগুলোর অনাদায়ী ঋণ আদায়ের সকল মামলা অর্থঋণ আদালতে দায়ের করতে হয় এবং এজাতীয় মামলাগুলো এককভাবে এই শ্রেণির আদালতে বিচারযোগ্য। অর্থঋণ আদালত একটি দেওয়ানি আদালত এবং দেওয়ানি আদালতের যাবতীয় ক্ষমতা এই আদালতের রয়েছে।

দেউলিয়া আদালত  দেউলিয়া আদালত দেউলিয়া আইন, ১৯৯৭ এর অধীনে গঠিত হয়েছে। প্রতি জেলার জেলা আদালত সেই জেলার দেউলিয়া আদালত, এবং জেলা জজ হলেন সেই আদালতের পরিচালনাকারী বিচারক। জেলার অভ্যন্তরে উদ্ভূত দেউলিয়া মামলাগুলোর বিচার ও নিষ্পত্তি করার কর্তৃত্ব তার হাতে ন্যস্ত এবং তিনি অতিরিক্ত (জেলা) জজকে এজাতীয় যেকোন মামলার বিচার ও নিষ্পত্তি করার কর্তৃত্ব অর্পণ করতে পারেন।

সহকারি জজ, সিনিয়র সহকারি জজ এবং যুগ্ম জেলা জজদের ত্রিশ হাজার টাকা পর্যন্ত অর্থ আদায়ের মামলা এবং কোনো বাড়ির ১২ মাসের ভাড়া উপরোক্ত অংকের অর্থের সমপরিমাণ হলে সেই বাড়ির মালিক কর্তৃক মাসওয়ারি ভাড়াটিয়াকে উচ্ছেদের মামলা গ্রহণ ও বিচার করার জন্য স্বল্প এখতিয়ারসম্পন্ন আদালতের দায়িত্ব পালনের ক্ষমতা দেয়া হয়েছে। নির্দিষ্ট কতিপয় আদেশের বিরুদ্ধে জেলা জজের কাছে আপিল করা ছাড়া স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালতের জারিকৃত ডিক্রী বা অধিকাংশ আদেশের বিরুদ্ধে কোনো আপীল করা যায় না। তবে সংক্ষুব্ধ পক্ষ ডিক্রি বা আপিলযোগ্য আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে মামলা পুনর্বিবেচনার আর্জি পেশ করতে পারেন। সহকারি জজ ও সিনিয়র সহকারি জজরা ভাড়া নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করে থাকেন এবং বকেয়া ভাড়া আদায়ের মামলা বা ভাড়া দেয়া জায়গা থেকে ভাড়াটিয়া উচ্ছেদের মামলা বাদে বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের মধ্যেকার বিরোধগুলোর নিষ্পত্তি করে থাকেন যেমন, বাড়ির মালিক বাড়িভাড়া নিতে অস্বীকৃতি জানালে ভাড়াটিয়া কর্তৃক প্রদত্ত বাড়িভাড়া জমা নেয়া, বাড়ির মেরামত কাজ করানোর ব্যবস্থা, মানসম্মত ভাড়া নির্ধারণ করা ইত্যাদি। সহকারি জজ ও সিনিয়র সহকারি জজদের নিয়ে পারিবারিক আদালতও গঠিত হয়ে থাকে যার কাজ হচ্ছে পারিবারিক বিরোধ থেকে উদ্ভূত মামলাগুলো গ্রহণ ও বিচার করা যেমন দাম্পত্য অধিকার পুনপ্রতিষ্ঠা, বিবাহ বিচ্ছেদ, স্ত্রী ও সন্তান-সন্ততির ভরণ পোষণ, সন্তানের হেফাজত ইত্যাদি।

অধস্তন ফৌজদারী আদালত অধস্তন ফৌজদারী আদালত বেশ কয়েক শ্রেণির রয়েছে। এগুলো হচ্ছে দায়রা আদালত, বিচারিক ম্যাজিস্ট্রেটের আদালত এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত। বিচারিক ম্যাজিস্ট্রেটের আদালতগুলোর মধ্যে রয়েছে প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট এবং প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বিচারিক ম্যাজিস্ট্রেটের আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতগুলোর মধ্যে রয়েছে প্রধান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত প্রধান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত। এরা সবাই প্রথম শ্রেণির বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করে থাকেন। আগে বিভাগীয় কমিশনার তিন পার্বত্য জেলার দায়রা আদালতের দায়িত্ব পালন করতেন। কিন্তু ২০০৮ সাল থেকে পার্বত্য জেলাগুলোতে দায়রা আদালত গঠন করা হয়। ১৯৯৯ সালের জানুয়ারি থেকে ঢাকা ও চট্রগ্রাম মেট্রোপলিটন এলাকার জন্য মেট্রোপলিটন দায়রা আদালত প্রতিষ্ঠা করা হয়। বিচারিক কার্যাবলি বাদে অন্যান্য কার্য সম্পাদনের জন্য রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

জেলাগুলোতে জেলা জজদের দায়রা জজ হিসেবে, অতিরিক্ত জেলা জজদের অতিরিক্ত দায়রা জজ হিসেবে এবং যুগ্ম জেলা জজদের যুগ্ম দায়রা জজ হিসেবে কাজ করার ক্ষমতা দেয়া হয়েছে। প্রত্যেক জেলায় জেলা জজ দায়রা জজের, অতিরিক্ত জেলা জজ বা জজেরা অতিরিক্ত দায়রা জজের এবং যুগ্ম জেলা জজেরা যুগ্ম দায়রা জজের দায়িত্ব পালন করে থাকেন। মেট্রোপলিটন এলাকাগুলোতে সাবেক জেলা জজদের মেট্রোপলিটন দায়রা জজ করে, সাবেক অতিরিক্ত জেলা জজদের মেট্রোপলিটন অতিরিক্ত দায়রা জজ করে এবং সাবেক যুগ্ম জেলা জজদের মেট্রোপলিটন যুগ্ম দায়রা জজ করে মেট্রোপলিটন দায়রা আদালত গঠন করা হয়েছে। যুগ্ম দায়রা জজরা দায়রা জজদের অধস্তন এবং দায়রা জজরা যুগ্ম দায়রা জজদের কর্মদায়িত্ব বন্টনের নিয়মবিধি জারী করতে পারেন। অতিরিক্ত দায়রা জজেরা যদিও দায়রা জজদের মতো একই ক্ষমতা প্রয়োগ করে থাকেন তথাপি জেলার দায়রা জজ সেই জেলার অতিরিক্ত দায়রা জজ বা জজদের দায়িত্ব বন্টন করে দিতে পারেন। দায়রা আদালতগুলোর বিচারকরা দূর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এবং অধুনা বাতিলকৃত দূর্নীতি দমন আইন, ১৯৫৭-এর স্থলে প্রবর্তিত দূর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর  আওতাভুক্ত অপরাধসমূহের বিচার করার জন্য ফৌজদারী আইন (সংশোধনী) অ্যাক্ট, ১৯৫৮ এর অধীনে বিশেষ বিচারক হিসেবেও দায়িত্ব পালন করে থাকেন। দায়রা আদালতগুলোর বিচারকরা বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর বিধানাবলির অধীন অপরাধসমূহের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল হিসেবেও কাজ করেন। বিশেষ ট্রাইব্যুনাল হিসেবে কর্মরত দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজরা আইনে প্রাপ্ত ক্ষমতাবলে যেকোন ধরনের সাজা বা দন্ডাদেশ দিতে পারেন। দায়রা জজ ও অতিরিক্ত দায়রা জজরা নারী ও শিশু নির্যাতন দমন (বিশেষ বিধান) আইন, ২০০০ এর বিধানাবলির অধীনে নারী ও শিশু নির্যাতন দমনের জন্য বিশেষ আদালত হিসেবেও কাজ করে থাকেন। দায়রা জজরা জননিরাপত্তা (বিশেষ বিধান) আইন, ২০০০ এর আওতাধীন অপরাধসমূহের বিচার করার জন্য ঐ আইনের অধীনে জননিরাপত্তা ট্রাইব্যুনাল হিসেবেও কাজ করেন। জননিরাপত্তা (বিশেষ বিধান) (সংশোধনী) আইন, ২০০২ বলে উক্ত আইনের অধিকাংশ বিধান বাতিল করা হয়েছে বটে, তবে যথোপযুক্ত মামলাগুলো প্রত্যাহার করতে সরকারের ক্ষমতা সংরক্ষিত করে উক্ত আইনের অধীনে বিচারাধীন মামলাগুলো অব্যহত রাখার ব্যবস্থা করা হয়েছে। বাতিলকৃত বিধানাবলিকে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ বলে ঈষৎ সংশোধিত আকারে পুনঃবিধিবদ্ধকরণ করা হয়েছে এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণির বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটদের দ্রুত বিচার আদালত হিসেবে অতি অল্প সময়ের মধ্যে এসব অপরাধের বিচার করার ক্ষমতা দেয়া হয়েছে। দায়রা জজ ও অতিরিক্ত দায়রা জজরা অ্যাসিড অপরাধ দমন আইন, ২০০২ এর অধীন অপরাধসমূহের বিচারের ট্রাইব্যুনাল হিসেবেও কাজ করেন। হত্যা, ধর্ষন, বেআইনী অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য রাখার মতো অপরাধসমূহের দ্রুত বিচার নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে দায়রা জজ পদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে প্রাথমিকভাবে ছয়টি জেলায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। পরবর্তীকালে অন্যান্য অধস্তন ফৌজদারি আদালত কিম্বা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর অধীনে গঠিত ট্রাইব্যুনালসমূহে বিচারাধীন এজাতীয় কিছু কিছু মামলা স্থানান্তরিত করে প্রতি জেলায় এই ট্রাইব্যুনাল সম্প্রসারিত করা হবে। এসব ট্রাইব্যুনাল, সংশ্লিষ্ট সরকারি কৌসুলি ও পুলিশ অফিসাররা সর্বোচ্চ ১২০ কর্মদিবসের মধ্যে এজাতীয় মামলার বিচারকাজ সম্পন্ন করতে না পারার জন্য দায়ী থাকবেন। যেকোন ফৌজদারী অপরাধ কিম্বা তার প্রস্ত্ততির ভিডিও ফিল্ম ও স্থির চিত্র অথবা এমন অপরাধের সঙ্গে সম্পর্কিত সংলাপ সম্বলিত টেপ রেকর্ড বা ডিস্ককে সাক্ষ্যপ্রমাণ হিসেবে গ্রহণের জন্য সাক্ষ্যপ্রমাণ সম্পর্কিত বিশেষ বিধানকে এজাতীয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য করা হয়েছে। দায়রা জজ ও অতিরিক্ত দায়রা জজরা মানি লন্ডারিং দমন আইন, ২০০২ এর অধীন মানিলন্ডারিং অপরাধের বিচারের জন্য মানি লন্ডারিং আদালত হিসেবেও কাজ করেন। পরিবেশ রক্ষা আইন, ১৯৯৫ ও অন্যান্য পরিবেশগত আইন ও নিয়মবিধির অধীন বড় ধরনের পরিবেশগত অপরাধের সঙ্গে সম্পর্কিত অন্যান্য অপরাধের বিচারের জন্য যুগ্ম জেলা জজদের (যারা আবার পদাধিকার বলে যুগ্ম দায়রা জজও বটে) নিয়ে পরিবেশ আদালত গঠন করা হয়েছে এবং প্রথম শ্রেণির বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ও বিশেষ বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট হিসেবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের ছোটখাট ধরনের পরিবেশগত অপরাধের বিচারের ক্ষমতা দেয়া হয়েছে। বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ, ১৯৫৯ যা বিশুদ্ধ খাদ্য (সংশোধনী) আইন, ২০০৫ দ্বারা সংশোধিত তার অধীন অপরাধসমূহের বিচার করার জন্য প্রথম শ্রেণির ক্ষমতাধিকারী বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটদের নিয়ে বিশুদ্ধ খাদ্য আদালত গঠন করা হয়েছে। অনুরূপভাবে অভ্যন্তরীণ নৌচলাচল অধ্যাদেশ, ১৯৭৬ এর অধীন অপরাধসমূহের বিচার করার জন্য প্রথম শ্রেণির বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের নিয়ে এবং অ্যাসেসরদের সহায়তায় নৌ-আদালত গঠন করা হয়েছে।

মেট্রোপলিটান এলাকার বাহিরের জেলাগুলোতে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটদের প্রধান বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত প্রধান বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করা হয়। ২০০৭ সালের নভেম্বর থেকে জেলাগুলোতে অতিরিক্ত জেলা জজরা প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট হিসেবে, সিনিয়র সহকারি জজরা প্রথম শ্রেণির বিচারিক ম্যাজিস্ট্রেট হিসেবে এবং সহকারি জজরা দ্বিতীয় ও তৃতীয় শ্রেনীর বিচারিক ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। মেট্রোপলিটন এলাকাগুলোর বাইরে প্রতি জেলায় প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট ছাড়াও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির অন্যান্য বিচারিক ম্যাজিস্ট্রেট আছেন। সরকার কিম্বা সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় এলাকাগুলোর সীমানা নির্ধারণ করে দেন যার পরিসীমার মধ্যে এই ম্যাজিস্ট্রেটরা তাদের উপর ন্যস্ত ক্ষমতা প্রয়োগ করতে পারেন। প্রতি জেলায় জেলা জজ দায়রা জজের দায়িত্ব, অতিরিক্ত জেলা জজ বা জজেরা অতিরিক্ত দায়রা জজের দায়িত্ব এবং যুগ্ম জেলা জজেরা যুগ্ম দায়রা জজের দায়িত্ব পালন করেন। মেট্রোপলিটন এলাকাগুলোতে সাবেক জেলা জজদের মেট্রোপলিটন দায়রা জজ করে, সাবেক অতিরিক্ত জেলা জজদের মেট্রোপলিটন অতিরিক্ত দায়রা জজ করে এবং সাবেক যুগ্ম জেলা জজদের মেট্রোপলিটন যুগ্ম দায়রা জজ করে মেট্রোপলিটন দায়রা আদালত গঠন করা হয়েছে। যুগ্ম দায়রা জজরা দায়রা জজদের অধস্তন এবং দায়রা জজেরা যুগ্ম দায়রা জজদের কাজ ও দায়িত্ব বন্টন করার নিয়মবিধি তৈরি করতে পারেন। অতিরিক্ত দায়রা জজরা যদিও দায়রা জজদের মতো  একই ক্ষমতা প্রয়োগ করে থাকেন তারপরও জেলার দায়রা জজরা ঐ জেলার অতিরিক্ত দায়রা জজ বা জজদের কর্মদায়িত্ব বন্টন করতে পারেন। দায়রা আদালতগুলোর বিচারকরা দূর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ ও দূর্নীতি দমন আইন, ১৯৫৭ এর বিধানাবলির অধীন অপরাধসমূহের বিচার করার জন্য ফৌজদারী আইন (সংশোধনী) অ্যাক্ট, ১৯৫৮ অনুযায়ী বিশেষ জজ হিসেবেও কাজ করে থাকেন। দায়রা আদালতগুলোর বিচারকরা বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর বিধানাবলির অধীন অপরাধসমূহের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল হিসেবেও কাজ করেন। বিশেষ ট্রাইব্যুনাল হিসেবে কর্মরত দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ বা সহকারি দায়রা জজরা আইনে প্রাপ্ত ক্ষমতাবলে যেকোন সাজা প্রদান করতে পারেন। দায়রা জজ ও অতিরিক্ত দায়রা জজরা নারী ও শিশু নির্যাতন দমন (বিশেষ বিধান) আইন, ২০০০ এর বিধানাবলির অধীনে নারী ও শিশু নির্যাতন দমনের জন্য বিশেষ আদালত হিসেবেও কাজ করেন। দায়রা জজরা জননিরাপত্তা (বিশেষ বিধান) আইন, ২০০২ এর অধীন অপরাধসমূহের বিচারের জন্য ঐ আইনবলে জননিরাপত্তা ট্রাইব্যুনাল হিসেবেও কাজ করেন। জননিরাপত্তা (বিশেষ বিধান) (সংশোধনী) আইন, ২০০২ বলে ঐ আইনের অধিকাংশ বিধান বাতিল করা হলেও উপযুক্ত মামলাগুলো তুলে নেয়ার ব্যাপারে সরকারের হাতে ক্ষমতা সংরক্ষণ করে উক্ত আইনের অধীনে বিচারাধীন মামলাগুলো অব্যাহত রাখার ব্যবস্থা রাখা হয়েছে। বাতিলকৃত বিধানগুলোকে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ বলে ঈষৎ সংশোধিত আকারে নতুন করে বিধিবদ্ধ করা হয়েছে এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণির বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদেরকে দ্রুত বিচার আদালত হিসেবে অতি অল্প সময়ের মধ্যে এসব অপরাধের বিচার করার ক্ষমতা দেয়া হয়েছে। দায়রা জজ ও অতিরিক্ত দায়রা জজরা অ্যাসিড অপরাধ দমন আইন, ২০০২ এর অধীন অপরাধসমূহের বিচার করার জন্য ট্রাইব্যুনাল হিসেবেও কাজ করেন। হত্যা, ধর্ষন, বেআইনী অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য রাখার অপরাধের নির্দ্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত বিচার সম্পন্ন করার জন্য দায়রা জজ পদমর্যাদার বিচারবিভাগীয় কর্মকর্তাদের নিয়ে দ্রুত বিচার আদালত প্রাথমিক ভাবে ৬ টি বিভাগে গঠন করা হয়েছে এবং পরবর্তী পর্যায়ে অন্যান্য অধস্তন  ফৌজদারী আদালত কিম্বা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২  এর অধীনে গঠিত ট্রাইব্যুনালে বিচারাধীন এজাতীয় কিছু কিছু মামলা জেলাগুলোতে স্থানান্তর করে  প্রত্যেক জেলায় দ্রুত বিচার আদালত সম্প্রসারিত করা হবে। এসব ট্রাইব্যুনাল, সংশ্লিষ্ট সরকারি কৌসুলি ও পুলিশ অফিসাররা সর্বোচ্চ সময় ১২০ কার্যদিবসের মধ্যে এজাতীয় মামলার বিচার সম্পন্ন না হওয়ার জন্য দায়ী থাকবেন। যেকোন ফৌজদারী অপরাধ বা তার প্রস্ত্ততির ভিডিও দৃশ্য ও স্থিরচিত্র এবং এই অপরাধের সঙ্গে সম্পর্কিত টেপরেকর্ড বা ডিস্ক সাক্ষ্যপ্রমাণ হিসেবে গ্রহণ করার জন্য সাক্ষ্যপ্রমাণ সম্পর্কিত বিশেষ বিধি এইসব মামলার ক্ষেত্রে প্রযোজ্য করা হয়েছে। দায়রা জজ ও অতিরিক্ত দায়রা জজরা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০০২ এর অধীন মানিলন্ডারিং অপরাধের বিচার করার জন্য মানি লন্ডারিং আদালত হিসেবেও কাজ করেন। পরিবেশ রক্ষা আইন, ১৯৯৫ ও অন্যান্য পরিবেশ বিষয়ক আইন ও নিয়মবিধির অধীন বড় ধরনের পরিবেশগত অপরাধের বিচার করার জন্য যুগ্ম জেলা জজদের (যারা আবার পদাধিকারবলে যুগ্ম দায়রা জজও বটে) নিয়ে পারিবেশ আদালত গঠন করা হয়েছে এবং প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটদের ও বিশেষ ম্যাজিস্ট্রেট হিসেবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের ছোটখাট পরিবেশগত অপরাধের বিচার করার ক্ষমতা দেয়া হয়েছে। বিশুদ্ধ খাদ্য (সংশোধনী) আইন, ২০০৫ এর দ্বারা সংশোধিত বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ, ১৯৫৯ এর অধীন অপরাধসমূহের বিচার করার জন্য প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটদের নিয়ে বিশুদ্ধ খাদ্য আদালত গঠন করা হয়েছে। অনুরূপভাবে অভ্যন্তরীণ নৌচলাচল অধ্যাদেশ, ১৯৭৬ এর অধীন অপরাধসমূহের বিচার করার জন্য প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটদের নিয়ে ও অ্যাসেসরদের সহায়তায় নৌ-আদালত গঠন করা হয়েছে। মেট্রোপলিটন এলাকার বাইরের জেলাগুলোতে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটদের জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেয়া হয়। জেলার ডেপুটি কমিশনাররা জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত ডেপুটি কমিশনাররা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের একজন জেলা ম্যাজিস্ট্রেটের সকল বা যেকোন ক্ষমতা থাকে। তবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটরা নির্দিষ্ট কতিপয় ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটের অধস্তন। জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছাড়াও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির অন্যান্য ম্যাজিস্ট্রেটরাও আছেন। সরকার বা সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট স্থানীয় এলাকাগুলোর সীমা নির্ধারণ করে থাকেন যার পরিসীমার মধ্যে এই ম্যাজিস্ট্রেটরা তাদের উপর ন্যস্ত ক্ষমতা প্রয়োগ করতে পারেন।

প্রত্যেক থানায় সেই এলাকার ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য অন্ততপক্ষে একজন বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট দেয়া হয়। সিভিল সার্ভেন্ট কিম্বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নন দেশের এমন যেকোন সম্ভ্রান্ত নাগরিকদেরও সরকার ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারেন। এমন ম্যাজিস্ট্রেটদের অনারারী ম্যাজিস্ট্রেট (শান্তির বিচারক) বলা হয় যারা বেতনভুক সিভিল সার্ভেন্ট ম্যাজিস্ট্রেটদের থেকে আলাদা। দেশ স্বাধীন হবার পর এধরনের অনারারী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়ার রেওয়াজ বাদ দেয়া হয়েছে।

প্রশাসনিক ট্রাইব্যুনাল  সরকার প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করেছেন। জেলা জজ পদে ছিলেন বা আছেন এমন ব্যক্তিদের মধ্য থেকে সরকার কর্তৃক নিযুক্ত একজন সদস্য নিয়ে এধরনের প্রতিটি ট্রাইব্যুনাল গঠিত। প্রজাতন্ত্রের চাকুরিতে (প্রতিরক্ষা বাহিনীতে নিযুক্ত ব্যক্তি বাদে) কিম্বা বাংলাদেশ ব্যাংক ইত্যাদির মতো সুনির্দ্দিষ্ট কোনো সংস্থা বা প্রতিষ্ঠানে নিযুক্ত কোনো ব্যক্তি পেনশনের অধিকার সহ তার চাকরির শর্তাবলির ব্যাপারে কিম্বা এমন চাকরিতে ব্যক্তি হিসেবে তার ক্ষেত্রে গৃহীত কোনো পদক্ষেপ সম্পর্কে আবেদন পেশ করলে তা শোনার ও নিষ্পত্তি করার একক এখতিয়ার প্রশাসনিক ট্রাইব্যুনালের রয়েছে। প্রশাসনিক ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে আপিল করা যেতে পারে। এই আপিল ট্রাইব্যুনাল একজন চেয়ারম্যান ও দুজন সদস্য নিয়ে গঠিত। চেয়ারম্যান হবেন এমন একজন ব্যক্তি যিনি সুপ্রীম কোর্টের বিচারক পদে আছেন বা ছিলেন কিম্বা বিচারক হবার যোগ্যতাসম্পন্ন অথবা তিনি প্রজাতন্ত্রের চাকরিতে নিযুক্ত এমন একজন অফিসার পদে আছেন বা ছিলেন যার পদমর্যাদা সরকারের অতিরিক্ত সচিবের নিচে নয়। সরকার সুপ্রীম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারককে চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে থাকেন। একজন সদস্যকে অবসরপ্রাপ্ত বা চাকরিরত জেলা জজদের মধ্য থেকে এবং অপরজনকে অবসরপ্রাপ্ত বা চাকরিরত যুগ্ম সচিবদের মধ্য থেকে নিয়োগ করা হয়। প্রশাসনিক আপীল ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল সুপ্রীম কোর্টের আপীল বিভাগের কাছে ঐ বিভাগের অনুমতিক্রমে পেশ করা যায়।

শ্রম আদালত ব্যবসা-বাণিজ্য ও শিল্প শ্রমিকদের নিয়োগ সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির জন্য শ্রম আদালত গঠন করা হয়েছে। প্রতিটি শ্রম আদালত একজন চেয়ারম্যান ও দুজন সদস্য নিয়ে গঠিত। জেলা জজ বা অতিরিক্ত জেলা জজদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগ করা হয়। সদস্যদের একজনকে মালিকদের সঙ্গে পরামর্শক্রমে এবং অপরজনকে শ্রমিকদের সঙ্গে পরামর্শক্রমে নিযুক্ত করা হয়। শ্রম আদালত শিল্পবিরোধ, মালিক-শ্রমিক সমঝোতার বাস্তবায়ন বা লঙ্ঘন, মালিক ও শ্রমিকদের পরস্পরের বিরুদ্ধে আনীত অভিযোগ এবং ছাঁটাই, লে-অফ, নিয়োগ বাতিল, চাকরি  থেকে বরখাস্ত, চাকরিতে থাকাকালে পঙ্গুত্ব বরণ হেতু ক্ষতিপূরণ ও বেতন পরিশোধ না করা সংক্রান্ত শ্রমিকদের অভিযোগ নিষ্পত্তি করে রায় দিয়ে থাকে এবং শ্রম সম্পর্কিত অন্যায্য কার্যকলাপ, সমঝোতা ভেঙ্গে যাওয়া বা তা বাস্তবায়ন না করা, বেআইনী ধর্মঘট বা লক আউট এবং শ্রম আদালতের আদেশ না মানা সম্পর্কিত অপরাধসমূহের বিচারও করে থাকে। শ্রম আদালতের রোয়েদাদে সংক্ষুব্ধ যেকোন পক্ষ শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করতে পারেন। হাইকোর্ট বিভাগের চাকরিরত বা অবসরপ্রাপ্ত বিচারকদের মধ্য থেকে সরকার কর্তৃক নিযুক্ত একজন মাত্র সদস্য নিয়ে এই ট্রাইব্যুনাল গঠিত। শ্রম আপিল ট্রাইব্যুনালকে চাকরিচ্যুত শ্রমিক বা শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের রোয়েদাদের বিরুদ্ধে আপিলের নিষ্পত্তি আপিল পেশ করার ১৮০ দিনের মধ্যে করতে হয। তবে শ্রম আপিল আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপীল করা যায় না। শ্রম আপিল আদালতের সিদ্ধান্তে কোনো পক্ষ সংক্ষুদ্ধ হয়েছে মনে করলে তিনি ঐ মামলার আইনগত বৈধতা বা যথার্থতা সম্পর্কে সন্তুষ্ট হবার উদ্দেশ্যে মামলার নথিপত্র পরীক্ষা করে দেখার জন্য রীট অব সার্টিওয়ারি ইস্যু করার ব্যাপারে হাইকোর্ট ডিভিশনে দরখাস্ত পেশ করতে পারেন। শ্রমিকের ক্ষতিপূরণের কমিশনার হিসেবে শ্রম আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশনে আপীল করা যেতে পারে।

কোর্ট অব সেটেলমেন্ট  বাংলাদেশ স্বাধীন হবার পর সরকার  পরিত্যক্ত সম্পত্তি (নিয়ন্ত্রন, ব্যবস্থাপনা ও বিলিব্যবস্থা) আদেশ, ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১৬ নং আদেশ) জারী করেন এবং পরিত্যক্ত সম্পত্তির সংজ্ঞার আওতাভুক্ত সম্পত্তি সমূহের নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও বিলি ব্যবস্থার দায়িত্ব গ্রহণের বিধান রাখেন। এজাতীয় সম্পত্তির ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত নিয়ে বিরোধ দেখা দেয় এবং এসব বিরোধ চিরতরে দূর করার জন্য সরকার পরিত্যক্ত ভবন (সম্পূরক বিধান) অধ্যাদেশ, ১৯৮৫ এর অধীনে সকল পরিত্যক্ত ভবনের একটি তালিকা সরকারি গেজেটে প্রকাশ করার এবং এসব সম্পত্তির উপর দাবিদাওয়া কোর্ট অব সেটেলমেন্ট নামে একটি ট্রাইব্যুনালে নিষ্পত্তি করার ব্যবস্থা করেন। কোর্ট অব সেটেলমেন্ট একজন চেয়ারম্যান ও দুজন সদস্য নিয়ে সরকার কর্তৃক গঠিত। সুপ্রীমকোর্টের বিচারক বা অতিরিক্ত বিচারক পদে আছেন বা ছিলেন কিম্বা এই পদ ধারণ করার যোগ্যতা রাখেন এমন ব্যক্তিদের মধ্য থেকে চেয়ারম্যান নিযুক্ত করা হয়। দুই সদস্যের একজনকে অতিরিক্ত জেলা জজের পদমর্যাদার নিচে নয় এমন অফিসার যারা আছেন বা ছিলেন তাদের মধ্য থেকে এবং অপর সদস্যকে সরকারের উপসচিবের পদমর্যাদার নিচে নয় এমন অফিসার যারা আছেন বা ছিলেন তাদের মধ্য থেকে নিয়োগ দেয়া হয়। কোনো সংক্ষুদ্ধ ব্যক্তি পরিত্যক্ত ভবনের তালিকা থেকে তার সম্পত্তি বাদ দেয়ার জন্য কোর্ট অব সেটেলমেন্টের কাছে আবেদন করলে কোর্ট সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য শুনে এবং উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ বিচার বিবেচনা করে আবেদনের নিষ্পত্তি করেন। কোর্ট অব সেটেলমেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপীল করা যায় না। তবে সংক্ষুদ্ধ ব্যক্তি কোর্ট অব সেটেলমেন্টের সিদ্ধান্তের আইনগত বৈধতা বা যথার্থতা সম্পর্কে সন্তুষ্ট হবার জন্য মামলার নথিপত্র পরীক্ষা করে দেখার উদ্দেশ্যে হাইকোর্ট বিভাগের কাছে রীট অব সার্টিওয়ারি ইস্যুর আবেদন পেশ করতে পারেন।

সালিশি ট্রাইব্যুনাল ও সালিশি আপীল ট্রাইব্যুনাল সরকার যেকোন ব্যক্তির মালিকানাধীন জমি বা ভবন সরকারি উদ্দেশ্যে বা জনস্বার্থে হুকুমদখল বা অধিগ্রহণ করতে এবং ভূমি অধিগ্রহণ কর্মকর্তাদের নিরূপিত মূল্য অনুযায়ী এমন জমি বা ভবনের মালিক ও দখলদারদের ক্ষতিপূরণ প্রদান করতে পারেন। ক্ষতিপূরণ নিরূপণের আদেশে সংক্ষুদ্ধ কোনো ব্যক্তি যুগ্ম জেলা জজের পদমর্যাদার নিচে নয় এমন পদে অধিষ্ঠিত ব্যক্তিদের মধ্য থেকে সরকার কর্তৃক নিযুক্ত সালিশকারীর কাছে আবেদন পেশ করতে পারেন। সালিশকারীর রোয়েদাদের বিরুদ্ধে সালিশি আপিল ট্রাইব্যুনালে আপিল করা যেতে পারে। জেলা জজ পদে রয়েছেন বা ছিলেন এমন ব্যক্তিদের মধ্য থেকে একজন সদস্য নিয়োগ করে এই সালিশি আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়। ক্ষতিপূরণের পরিমাণ নির্ণয় করে সালিশি আপিল ট্রাইব্যুনালের দেয়া সিদ্ধান্তই চূড়ান্ত। সংক্ষুদ্ধ ব্যক্তি সালিশী আপীল ট্রাইব্যুনালের সিদ্ধান্তের আইনগত বৈধতা বা যথার্থতা নিয়ে সন্তুষ্ট হবার উদ্দেশ্যে মামলার নথিপত্র পরীক্ষা করে দেখার জন্য হাইকোর্ট বিভাগের কাছে রীট অব সার্টিওয়ারি ইস্যুর আবেদন পেশ করতে পারেন। ক্ষতিপূরণের পরিমাণ সম্পর্কিত প্রশ্নের নিষ্পত্তি করার জন্য সাধারণত জেলা আদালতের একজন যুগ্ম জেলা জজকে সালিশকারী হিসেবে এবং সেই জেলার জেলা জজকে সালিশি আপীল ট্রাইব্যুনাল হিসেবে নিয়োগ করা হয়।

নির্বাচনী ট্রাইব্যুনাল নির্বাচন সংক্রান্ত বিরোধ নির্বাচন কমিশন নিযুক্ত ট্রাইব্যুনাল দ্বারা নিষ্পত্তি করার প্রয়োজন হয়। জাতীয় সংসদের সদস্য, গ্রামাঞ্চলের ইউনিয়ন পরিষদ ও শহরাঞ্চলের পৌরসভার মতো স্থানীয় সংস্থার চেয়ারম্যান, কমিশনার ও সদস্য এবং সিটি কর্পোরেশনের মেয়র  ও কমিশনারদের নির্বাচন আয়োজন, অনুষ্ঠান ও পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত। জাতীয় সংসদের সদস্যদের নির্বাচন থেকে উদ্ভূত নির্বাচনী বিরোধগুলোর নিষ্পত্তির জন্য ইতোপূর্বে নির্বাচন কমিশন জেলা জজ পদে  রয়েছেন বা ছিলেন এমন ব্যক্তিদের মধ্য থেকে যতটা প্রয়োজন হয়েছে তত নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করেছে। এধরনের নির্বাচনী ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল করা যায়। ২০০১ সাল থেকে হাইকোর্ট বিভাগের একজন বিচারক নির্বাচনী বিরোধ নিষ্পত্তির জন্য এমন আপীল ট্রাইব্যুনালের দায়িত্ব পালন করে আসছেন। অনুরূপভাবে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার চেয়ারম্যান, কমিশনার/সদস্য এবং সিটি কর্পোরেশনগুলোর মেয়র  ও কমিশনার নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভূত নির্বাচনী বিরোধগুলোর নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন বিচারবিভাগীয় কর্মকর্তাদের নির্বাচনী ট্রাইব্যুনাল হিসেবে নিয়োগ করে থাকে। এমন নির্বাচনী বিরোধ সম্পর্কিত ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে সেই ট্রাইব্যুনাল যে জেলায় অবস্থিত সেই জেলার জেলা জজের কাছে আপীল করা যেতে পারে। নির্বাচনী ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল মামলায় জেলা জজ যে রায় দেন তার বিরুদ্ধে হাইকোর্ট বিভাগের কাছে মামলা পুনর্বিবেচনার আবেদন জানানো চলে। জাতীয় সংসদের সদস্যদের নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট নির্বাচনী বিরোধ নিষ্পত্তির জন্য ২০০১ সালের আগে জেলা জজের পদমর্যাদসম্পন্ন একজন বিচারবিভাগীয় অফিসার কিম্বা প্রত্যেক জেলার জেলা জজকে নির্বাচনী ট্রাইব্যুনাল হিসেবে নিয়োগ করা হয়েছিল। তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচন থেকে উদ্ভূত বিরোধ নিষ্পত্তির জন্য সহকারি জজদের নির্বাচনী ট্রাইব্যুনাল হিসাবে নিয়োগ করা হয়। অনুরূপভাবে পৌরসভার চেয়ারম্যান  ও ওয়ার্ড কমিশনার এবং সিটি কর্পোরেশনের মেয়র ও ওয়ার্ড কমিশনারদের নির্বাচন থেকে উদ্ভূত বিরোধ নিষ্পত্তির জন্য যুগ্ম জেলা জজদের নির্বাচনী ট্রাইব্যুনালরূপে নিয়োগ করা হয়।

অর্পিত সম্পত্তি প্রত্যর্পন ট্রাইব্যুনাল ও আপীল ট্রাইব্যুনাল অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন, ২০০১ এর বিধানের অধীনে সরকার সরকারি গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশ করে সাধারণভাবে প্রত্যেক জেলার জন্য একটি ট্রাইব্যুনাল অথবা প্রয়োজন হলে একাধিক জেলার জন্য একটি ট্রাইব্যুনাল কিম্বা যেকোন একটি জেলার জন্য অতিরিক্ত ট্রাইব্যুনাল গঠন করবেন যা অর্পিত সম্পত্তি প্রত্যর্পন ট্রাইব্যুনাল নামে অভিহিত হবে। জেলা জজ বা অতিরিক্ত জেলা জজের পদমর্যাদাসম্পন্ন একজন বিচার বিভাগীয় কর্মকর্তাকে নিয়ে ট্রাইব্যুনাল গঠিত হবে এবং সরকার এমন ট্রাইব্যুনাল বা অতিরিক্ত ট্রাইব্যুনালের একজন বিচারককে শুধুমাত্র এই ট্রাইব্যুনাল হিসেবে অথবা নিজের সাধারণ দায়িত্বের অতিরিক্ত ট্রাইব্যুনাল হিসেবে কাজ করার জন্য নিয়োগ দিতে পারবেন। প্রয়োজনবোধে সরকার অনুর্ধ ষাট বছর বয়সের একজন অবসরপ্রাপ্ত জেলা জজকে শুধুমাত্র এমন ট্রাইব্যুনাল হিসেবে কাজ করার জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগ দিতে পারেন। উক্ত আইনে এই আইন বলবৎ হবার ১৮০ দিনের মধ্যে প্রত্যর্পনযোগ্য অর্পিত সম্পত্তির তালিকা প্রণয়ন ও তা গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করার এবং এই তালিকা প্রকাশের ৯০ দিনের মধ্যে এমন সম্পত্তির মালিককে ঐ সম্পত্তি তার কাছে ফেরত দেয়ার জন্য ট্রাইব্যুনালের কাছে দরখাস্ত পেশ করার এবং ঐ দরখাস্ত পাওয়ার ১৮০ দিনের মধ্যে ট্রাইব্যুনালের রায় প্রদান করার ব্যবস্থা রাখা হয়েছে। আইনে আরও ব্যবস্থা রাখা হয়েছে যে, ট্রাইব্যুনালের রায় বা সিদ্ধান্ত ঘোষনার ৪৫ দিনের মধ্যে সেই রায় বা সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল ট্রাইব্যুনালে আপীল করা যাবে। আইনে সরকার কর্তৃক অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আপীল ট্রাইব্যুনাল নামে এক বা একাধিক আপীল ট্রাইব্যুনাল গঠনের এবং যদি একাধিক আপীল ট্রাইব্যুনাল গঠন করা হয় সেক্ষেত্রে তাদের এলাকাগত এখতিয়ারের সীমা নির্ধারণেরও ব্যবস্থা রয়েছে। বাংলাদেশের সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পর্যায়ক্রমে সরকার সুপ্রীম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের মধ্য থেকে একজনকে অথবা সুপ্রীম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে আপীল ট্রাইব্যুনালের বিচারক পদে নিয়োগ দেবেন যার কার্যকাল ৬৭ বছর বয়স পূর্ণ হবার সঙ্গে সঙ্গে  শেষ হয়ে যাবে। আপীল ট্রাইব্যুনাল দেশের রাজধানীতে বসবে এবং একাধিক আপীল ট্রাইব্যুনাল গঠিত হলে সেগুলো সরকার নির্দেশিত স্থানে বসবে। আপিল ট্রাইব্যুনাল আপিল পেশ করার ১৮০ দিনের মধ্যে রায় দেবেন। আপিল ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সুপ্রীম কোর্টের আপিল বিভাগের অনুমতিক্রমে আইনের সুনির্দ্দিষ্ট প্রশ্নে সেই বিভাগের কাছে আপিল করা যাবে।

ভূমি জরীপ ট্রাইব্যুনাল ও আপীল ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ত্ব (সংশোধনী) আইন, ২০০৪ সালের বিধানাবলির অধীনে সরকার উক্ত আইনের ১৪৪ ধারার অধীনে প্রণীত স্বত্ত্বের সর্বশেষ সংশোধিত রেকর্ড চূড়ান্তরূপে প্রকাশিত হওয়া থেকে উদ্ভূত মামলা নিষ্পত্তির জন্য যতটা ভূমি জরীপ ট্রাইব্যুনাল প্রয়োজন তত ট্রাইব্যুনাল সরকারি গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে প্রতিষ্ঠা করতে পারেন। সরকারি গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে যেকোন ভূমি জরীপ ট্রাইব্যুনালের এখতিয়ারের ভৌগলিক পরিসীমা নির্ধারণ ও পরিবর্তন করতে পারেন। সরকার সুপ্রীম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে যুগ্ম জেলা জজদের মধ্য থেকে ভূমি জরীপ ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ করবেন। ভূমি জরীপ ট্রাইব্যুনালের রায়, ডিক্রি বা আদেশের বিরুদ্ধে সরকারি গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার কর্তৃক গঠিত ভুমি জরীপ আপিল ট্রাইব্যুনালের কাছে আপিল করা যাবে। এজাতীয় আপিলের শুনানির জন্য এমন একাধিক ট্রাইব্যুনাল গঠন করা হতে পারে। সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দিয়ে যেকোন ভূমি জরীপ আপীল ট্রাইব্যুনালের ভূখন্ডগত এখতিয়ারের সীমা নির্ধারণ ও পরিবর্তন করতে পারেন। সরকার সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক পদে আছেন বা ছিলেন এমন ব্যক্তিদের মধ্য থেকে ভূমি জরীপ আপিল ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ করবেন। সুপ্রীম কোর্টের আপিল বিভাগ আপিল করার অনুমতি  দিলে তবেই কেবল ভূমিজরীপ আপীল ট্রাইব্যুনালের রায় বা আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপীল করা যাবে।  [কাজী এবাদুল হক]