বায়েজীদ কররানী
বায়েজীদ কররানী বাংলার কররানী বংশের তৃতীয় সুলতান। তিনি তাঁর পিতা সুলায়মান কররানীর মৃত্যুর পর ১৫৭২ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে সিংহাসনে আরোহণ করেন। ক্ষমতা লাভ করে তিনি মুগলদের আনুগত্য অস্বীকার করেন এবং স্বাধীনতা ঘোষণা করেন। নিজ নামে তিনি খুতবা পাঠ করান ও মুদ্রা প্রবর্তন করেন।
বায়েজীদ কররানী মাত্র কয়েক মাস বাংলা শাসন করেন। তাঁর জ্ঞাতি ভাই ও ভগ্নিপতি হাঁসু তাঁকে হত্যা করে ক্ষমতা দখল করেন। কিন্তু শীঘ্রই সুলায়মান কররানীর বিশ্বস্ত উজির লোদী খান এবং অন্যান্য বিশ্বাসী অভিজাতবর্গ হাঁসুর বিরোধিতা করেন এবং তাঁকে হত্যা করেন। অতঃপর তারা বায়েজীদ কররানীর ছোট ভাই দাউদ খান কররানীকে সিংহাসনে অধিষ্ঠিত করেন। [এ.বি.এম শামসুদ্দীন আহমদ]