বান্দরবান সদর উপজেলা

বান্দরবান সদর উপজেলা (বান্দরবান জেলা)  আয়তন: ৫০১.৯৮ বর্গ কিমি। অবস্থান: ২১°৫৫´ থেকে ২২°২২´ উত্তর অক্ষাংশ এবং ৯২°০৮´ থেকে ৯২°২০´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে রাজস্থলী উপজেলা, দক্ষিণে লামা উপজেলা, পূর্বে রোয়াংছড়ি ও রুমা উপজেলা, পশ্চিমে রাঙ্গুনিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা। এ উপজেলার মারমিয়ানা তাং ও বথিল তাং পাহাড় উল্লেখযোগ্য। উপজেলায় বেশ কয়েকটি পাহাড়ী ঝর্ণা রয়েছে।

জনসংখ্যা ৮৮২৮২; পুরুষ ৪৭৬৮৭, মহিলা ৪০৫৯৫। মুসলিম ৩৯৬০০, হিন্দু ৬৮৬২, বৌদ্ধ ৩৩০৫১, খ্রিস্টান ৪৫১১ এবং অন্যান্য ৪২৫৮।

জলাশয় সাঙ্গু নদী উল্লেখযোগ্য।

প্রশাসন বান্দরবান সদর থানা গঠিত হয় ১৯২৩ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৪ সালে।

উপজেলা
পৌরসভা ইউনিয়ন মৌজা গ্রাম জনসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
শহর গ্রাম শহর গ্রাম
১৬ ২২৫ ৪১৪৩৪ ৪৬৮৪৮ ১৭৬ ৬৭.১ ৩২.৭
পৌরসভা
আয়তন (বর্গ কিমি) ওয়ার্ড মহল্লা লোকসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%)
১৩.০৫ ৬৮ ৪১৪৩৪ ৩১৭৫ ৬৭.১
ইউনিয়ন
ইউনিয়নের নাম ও জিও কোড আয়তন (একর) লোকসংখ্যা শিক্ষার হার (%)
পুরুষ মহিলা
কুহালং ৩১ ২০৭৪৫ ৫৬৯৬ ৫৩৭৯ ৩৪.৭
টংকাবতী ৭৯ ৩৭৭২৬ ৩০০৭ ২৭৬৪ ১১.১
বান্দরবান ১৫ ১৪০৮৮ ৪৯০২ ৪৩১৭ ৩৮.৩
রাজবিলা ৪৭ ২৫১৫৮ ৪৬৫১ ৪৪৭২ ২৯.০
সুয়ালক ৬৩ ১৮২৮৩ ৬২৪০ ৫৪২০ ৩৯.৬

সূত্র আদমশুমারি রিপোর্ট ২০১১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের সময় এ উপজেলা ১ নং সেক্টরের অধীনে ছিল। পাকবাহিনী এ এলাকায় ব্যাপক লুটপাট, অগ্নিসংযোগ ও গণহত্যা সংঘটিত করে। উপজেলার ক্য চিং গাটা নামক স্থানে পাকসেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ হয়। এছাড়া ধোপাছড়িতেও অপর একটি যুদ্ধ হয়। উপজেলায় ১টি স্মৃতিস্তম্ভ স্থাপিত হয়েছে।

বিস্তারিত দেখুন বান্দরবান সদর উপজেলা, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ঢাকা ২০২০, খণ্ড ৬।

ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ১০১, মন্দির ১০, গির্জা ২২, মঠ ২, তীর্থস্থান ১, কেয়াং ৭০, আশ্রম ৩।

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৪৯.৩%; পুরুষ ৫৪.৪%, মহিলা ৪৩.২%। কলেজ ২, কারিগরি কলেজ ১, মাধ্যমিক বিদ্যালয় ১৫, প্রাথমিক বিদ্যালয় ৬৬, কমিউনিটি বিদ্যালয় ৪, কিন্ডার গার্টেন ১, মাদ্রাসা ২। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: বান্দরবান টেকনিক্যাল স্কুল ও কলেজ, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়, বান্দরবান সরকারি বালিকা বিদ্যালয়, সাঙ্গু উচ্চ বিদ্যালয়, বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পত্র-পত্রিকা ও সাময়িকী দৈনিক: নতুন বাংলাদেশ, সচিত্র; পাক্ষিক: সাঙ্গু; মাসিক: বান্দরবান, নীলাচল, চিম্বুক।

সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি ২, ক্লাব ৪, কমিউনিটি সেন্টার ১, শিল্পকলা একাডেমী ১, শিশু একাডেমী ১, অডিটোরিয়াম ২, সাংস্কৃতিক সংগঠন ১৮, মহিলা সংগঠন ৭৬, উপজাতীয় সংস্কৃতি ইনস্টিটিউট ১, সিনেমা হল ১, খেলার মাঠ ৬।

দর্শনীয় স্থান বান্দরবান স্বর্ণমন্দির, মেঘলা, নীলগিরি, শৈলপ্রভাত, রাজবাড়ি উল্লেখযোগ্য।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৪৭.০১%, অকৃষি শ্রমিক ৮.১৩%, শিল্প ০.২৮%, ব্যবসা ১৩.৭৬%, পরিবহণ ও যোগাযোগ ২.৯৩%, চাকরি ১৬.০১%, নির্মাণ ৩.২৪%, ধর্মীয় সেবা ০.৩১%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.৭৫% এবং অন্যান্য ৭.৫৮%।

কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৩১.০৭%, ভূমিহীন ৬৮.৯৩%। শহরে ১৮.৬৩% এবং গ্রামে ৪৫.৫২% পরিবারের কৃষিজমি রয়েছে।

প্রধান কৃষি ফসল ধান, তিল, তুলা, হলুদ, আদা, শাকসবজি।

প্রধান ফল-ফলাদি কলা, আনারস, পেঁপে, কাঁঠাল।

মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার মৎস্য ৫৬, গবাদিপশু ৭, হাঁস-মুরগি ২০।

যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ৯৩ কিমি, আধা-পাকারাস্তা ১১২ কিমি, কাঁচারাস্তা ৪৬০ কিমি; নৌপথ ৩০ কিমি।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, গরু ও ঘোড়ার গাড়ি।

কুটিরশিল্প তাঁতশিল্প, দারুশিল্প, বুননশিল্প, বাঁশ ও বেতের কাজ।

হাটবাজার ও মেলা হাটবাজার ৭, মেলা ১। বান্দরবান হাট, সুয়ালক হাট, বালাঘাটা হাট এবং বোমাং রাজার পূণ্যাহ্ন মেলা উল্লেখযোগ্য।

প্রধান রপ্তানিদ্রব্য   কলা, বাঁশ, তুলা, আদা, হলুদ, উপজাতীয় পোশাক।

বিদ্যুৎ ব্যবহার এ উপজেলার সবক’টি ওয়ার্ড ও ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৫৪.৩% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

পানীয়জলের উৎস নলকূপ ৩৭.৬%, ট্যাপ ২৬.৮% এবং অন্যান্য ৩৫.৬%।

স্যানিটেশন ব্যবস্থা এ উপজেলার ৫০.৪% পরিবার স্বাস্থ্যকর এবং ২৭.২% পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ২২.৪% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।

স্বাস্থকেন্দ্র  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ৫, পরিবার পরিকল্পনা কেন্দ্র ১, মা ও শিশু কল্যাণ কেন্দ্র ১, মাতৃসদন ১, কমিউনিটি ক্লিনিক ২, ডায়াগ্নস্টিক সেন্টার ৬, পশু চিকিৎসা কেন্দ্র ৪।

এনজিও ব্র্যাক, প্রশিকা, কারিতাস।  [আতিকুর রহমান]

তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১ ও ২০১১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; বান্দরবান সদর উপজেলা সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭।